আমাদের কথা খুঁজে নিন

   

পথভোলা এক নাগরিক কবিয়াল এর কাব্য কথা

অপার্থিব হৃদয় বিলাশ

কোন এক মধ্য রাতের নির্জনতা, নিস্তবতায় বসে রহমান সাহেব ভেসে বেড়াচ্ছিলেন তার নিজস্ব জগতে। মিসেস রহমান ঘুমিয়ে থাকলে ও রহমান সাহেব বারান্দার এই নির্জন পরিবেশে একা বসে ফেলে আসা, গত হয়ে যাওয়া জীবনের কিছু স্বপ্নময় সময়ের অনুভূতিকে স্মৃতির গহবর থেকে টেনে বর্তমানে এনে তখনকার মতই অনুভব করতে চাচ্ছেন। পারিবারিক জীবনে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তিনি ও ব্যক্তিগত জীবনে মধ্যবিত্তের গন্ডি পার হতে পারেন নি খুব বেশী। তবুও সাফল্যময় জীবন তার । এই যে, একেবারে হতদরিদ্র অবস্থা থেকে বিন্দু বিন্দু করে সফলতাকে আঁকড়ে ধরে তার এই এতদূর পথ চলা তা আজ রাতের নির্জনতায় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। একটা সময় ছিল যখন জীবন ছিল স্বপ্নময়, স্বপ্নময় জীবনের উড়ে চলা সেই সময়টা হয়ত আর কখনো জীবনে আসবে না, হয়ত কখনই আর ফিরে পাওয়া হবে না সেই সব চাওয়া পাওয়ার সময় গুলোকে........................ চলমান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।