আমাদের কথা খুঁজে নিন

   

তরুণীদের ফ্যাশনে জিন্স

ফেসবুক আইডি:নাই

কালের বিবর্তনে বদলায় মানুষ। বদলায় মানুষের চিন্তাধারা। এর প্রভাব পড়ে মানুষের ফ্যাশন জগতেও। ফ্যাশন মানে শুধু পোশাক-আশাক না হলেও, একজন মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পোশাকের অবদানও কম নয়। মেয়েদের বিশেষ করে শহুরে মেয়েদের কাছে জিন্স এখন বেশ জনপ্রিয়।

টি-শার্ট, শর্ট কামিজ, টপসের সঙ্গেও জিন্স প্যান্ট সহজেই মানিয়ে যায়। বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়-য়া মেয়েদের কাছে জিন্স বেশ পছন্দের। তবে শুধু স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ই না, মাঝবয়সী অনেক নারীকেও জিন্স পরতে দেখা যায়। দৈহিক গঠনের সঙ্গে মানিয়ে স্কিন টাইপ জিন্স, ব্যাগি জিন্স, ওয়াইড লেগ জিন্স, বুটকার্ট জিন্স যে কোনো একটা পরলে কাউকে কিন্তু মন্দ লাগে না! স্লিম ফিগারের মেয়েদের স্কিন টাইপ জিন্সই বেশি মানায়। কেননা, এতে ফিগারটা আরো ধারালো মনে হয়।

বাজারে এখন ফেব্রিকের কাজ করা জিন্সও পাওয়া যায়। জিন্সের সঙ্গে স্যান্ডেল পরলেই বেশি মানায়। তবে যারা একটু খাটো তারা পেন্সিল হিলও পরতে পারেন। ঢাকার বঙ্গবাজার, বদরুদ্দোজা মার্কেট কিংবা নিউমার্কেটে ৫শ থেকে ৮শ কিংবা ১ হাজার টাকার মধ্যে পছন্দসই জিন্স কেনা যাবে। এছাড়া বিপণি বিতানগুলোতেও ব্র্যান্ডেড কিছু জিন্স পাওয়া যায়।

এক্ষেত্রে খরচ একটু বেশিই পড়তে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.