আমাদের কথা খুঁজে নিন

   

CD, DVD, Blue-Ray….এর পরে…?

জীবনটা সিগারেটের ছাই........
আজকালের পোলাপাইনরা জন্মের পর থেকেই সিডি ডিভিডি দেখে অভ্যস্ত। কিন্তু আমরা যখন ছোট ছিলাম সিডি কি বস্তু, ইহা কোন কাজে ব্যবহৃত হয়, খায় নাকি মাথায় দেয় কিছুই জানতাম না। অডিওই বলেন আর ভিডিওই বলেন....সেই ক্যাসেটে...যা এখন জাদুঘরে ও আছে কিনা সন্দেহ। সেই ক্যাসেট চুরি করে....ভেতরের ফিতা বের করে, কতো খেলেছি...তার কোন ইয়াত্তা নেই। তখনকার কোন এক সময়ে শুনলাম...সিডি নামে কি এক নতুন বস্তু আসছে...যাতে একই সাথে গান শোনা যাবে...আবার দেখাও যাবে...এবং তার প্রিন্ট হবে...অতিশয় নিখুত। সেই সিডি এলো...আমরা দেখলাম, জানলাম, বুঝলাম এবং এক পর্যায়ে শুনলাম....ডিভিডি নামে নতুন কি যেনো আসছে...যা এতটা নিখুত যে গাছের পাতা পড়লে তার শব্দও নাকি শোনা যাবে... ডিভিডিও এসেছে...গাছ থেকে পাতা পড়ার শব্দ অথবা বন্ধ ঘরে পিন পড়ার শব্দ কেউ শুনেছে কিনা জানিনা...তবে আমি শুনছি আজকাল অনেকেই নাকি তাদের ডিভিডি প্লেয়ার বাদ দিয়ে নতুন ব্লু-রে ডিস্ক প্লেয়ার কেনার কথা ভাবছে...সেটা নাকি এমনই এক বস্তু চাইলে পুরো দুনিয়া টাই নাকি এর ভেতর ঢুকিয়ে রাখা যাবে... ....সেই ট্রানজিস্টার বা টুইনওয়ানের হাত ধরে আসা সাদাকালো টেলিভিশনও কালের পরিক্রমায় রঙ্গীন তো হয়েছেই বরং তা ক্রমান্বয়ে আকার পরিবর্তন করে ছবির ফ্রেমের মতো দেয়ালে গিয়ে ঠাই নিয়েছে... আজকাল হয়তো অনেকেই তাদের সাধারন টিভি কে বদলে একটি হাই ডেফিনিশন টিভি(HDTV) কেনার কথা ভাবছেন....কিন্তু যারা আমাদের এই সিডি কে ডিভিডি বা ট্রানজিস্টার কে টিভি তে উপহার দিলেন তারা ভাবছেন অন্য কথা... সম্প্রতি জানা গেছে...বিশ্ব বাজারে সামনে আসছে HDTV থেকে অনেকবেশী হাই রেজুলুশন সম্পন্ন (UHDTV) বা আলট্রা হাই ডেফিনিশন টিভি। যেটা আগামী ৫-১০ বছরের মধ্যে মার্কেটে চলে আসবে। যার রেজুলুশন লেভেল থাকবে দুইটা। এক...৭৬৮০x৪৩২০ দুই...৩৮৪০x২১৬০ যা প্রচলিত ব্লু-রে এর চেয়ে ৪ থেকে ১৬ গুন বেশি রেজুলুশন সম্পন্ন এবং ২২.২ মাল্টি চ্যানেল ত্রিমাত্রিক সাউন্ড বিশিষ্ট। নিচের ছবি থেকে এর রেজুলুশন সম্পর্কে একটা ধারনা পাওয়া যাবে.. Click This Link
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।