আমাদের কথা খুঁজে নিন

   

চোরই দেশের খারাপ অবস্থার জন্য দায়ী

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

শ্রম না দিয়ে এবং উৎপাদনের সাথে যুক্ত না থেকে যারা বেঁচে থাকতে বা জীবন-যাপন করে, তারা হলো মধ্যসত্ত্বভোগী। মানে দালাল। অর্থনীতির ভাষায় এরা চোর। আর আমাদের দেহসে এই চোরের সংখ্যা বেশি।

দিন দিন বেড়েই চলেছে। ইউনিভারসিটি থেকে বের হচ্ছে। আমাদের মতো ডিগ্রীধারী অশিক্ষিত মানুষগুলো হলো এই চোরদের লীডার। বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ানশিপ অর্জন করেছিল। ভুলে গেছেন সে কথা? এই রাষ্ট্র-তো আর কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ চালায় না।

তাহলে চোর কে? শিক্ষিতনামধারী, ভণ্ড, ভোগী, লোভী, ধর্মান্ধ, কুসংস্কারে আচ্ছন্ন, সংকীর্ণ মানুষগুলো। আসুন এদেরকে সামাজিকভাবে প্রতিহত করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।