আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার গন্ধে ঘুম আসে না, বিয়ের পর কোনো রমণীর বন্ধু থাকতে নেই।

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা।

এক মাদকিয় বিকেলের তন্মতায়,সময়কে মাদুর বানিয়ে আমরা চুপচাপ বসে,সময়কে জীবন নাটাইয়ে বন্দি করি। উল্টোস্মৃতিকে উজানে টেনে নয়ন যুগলে দেখি,সে যে অনেকদিন। সেই সব ভালো লাগা,হাওয়ায় ভেসে ভেসে আসে। বাতাবী নেবুর সবুজ রংয়ে সুবাসিত সেই লাবণ্য আজ কতদিন পর।

আমি আগ্রাসি হই, তন্ময় হই, মৌনতা ভাংগি, উচ্ছ্বল হই। স্মৃতির ধূসরিত ধূলো সরিয়ে চন্দ্রিমা করি কোনো কোনো বিশেষ মুহুর্ত। অতঃপর, তোমাকে বলি,বলো তোমার ফিরে আসা সেই কালের খেয়ার কথা। চুপচাপ নীরবতা তোমার, শব্দ পাথর বানিয়েও ভাংগতে পারিনা। তোমার দীর্ঘশ্বাস অনেক দূরের যাত্রী হয়ে যায়।

শুধু বললে তুমি, এবার চলি, শুকনো ফুলে আর জল দিওনা। বিয়ের পর -কোনো রমণীর বন্ধু থাকতে নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.