আমাদের কথা খুঁজে নিন

   

ছোটকালে শোনা কাহিনী ( বাসর রাইতে বিলাই মারার কাহিনী কি এইটা নাকি????)

যা মনে আসে তাই লিখি

োটবেলায় কাহিনীটা শোনা। এটা একটা গল্পও আছে। আমি এত কিছু ইনফো দিতে পারব না তবে অনেকে গল্পটা পড়ে থাকতে পারেন। আমি আমার মত করে গল্পটা বলছি- অনেক আগে ইংল্যান্ডে একটা বিশাল ধনী পরিবার বাস করত। সেই পরিবারের একমাত্র মেয়ে ছিল লিনিয়া।

সারা দিন হৈ হুল্লোড়,বন্ধুদের নিয়ে মাতামাতি,আড্ডাবাজি এইসব করত। যথারীতি তার বিয়ের বয়স হয়েছে। বাবা তার বিয়ে দিলেন অন্য স্টেটের একজন বিশাল বড়লোকের ছেলের সাথে(বাংলা সিনেমা অর হিন্দি সিরিয়াল না যে গরীবের সাথে বিয়ে হবে)। তো সেই মেয়ের কিছুতেই সেই বাড়িতে মন বসত না। সে পরেরদিনই বাড়ি ছেড়ে পালিয়ে বাবার বাড়ি ওঠে।

কিছুতেই আর সে ওই বাসায় ফিরে যাবে না। কিন্তু মেয়েকে বিয়ে দিতেই হবে। বাবা তাকে আবার বিয়ে দিলেন। মেয়েও আবার এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হয়ে এলো। এভাবে যতবার বিয়ে হয় ততোবারই সে বাসায় ফিরে আসে।

তখন মেয়ের এই কাহিনী সবাই জেনে গেছে। কেউ আর তার প্রস্তাবে রাজি হয় না। তখন সেই বাবার পরিচয় হয় এক ব্যবসায়ী ছেলের সাথে। সে সব শুনে সেই মেয়েকে বিয়ে করতে রাজি হয়। তো বিয়ের পর্ব শেষ।

সবাইই জানে কি হতে যাচ্ছে এরপর। বউ নিয়ে গাড়িতে উঠল সবাই। সেই ছেলের একটা পোষা বিড়াল ও একটা পোষা কুকুর ছিল। গাড়িতে ওঠার পর এত আয়োজন দেখে কুকুরটা ভড়কে গিয়েছিল। তাই সে ডাকাডাকি শুরু করল।

হঠাৎ কথা নেই বার্তা নেই সেই ব্যবসায়ীর হাতের তলোয়ার দিয়ে এক কোপে দুই ভাগ করে ফেলে সেই কুকুরটাকে। আর জোরে জোরে চিৎকার করে বলে ওঠে, "আমার অবাধ্য যে হবে তার পরিণতি এমনই হবে সে যতই আমার প্রিয় হোক। " এই ঘটনায় সবাই স্তম্ভিত হয়ে পড়লো। তারপর আবার রওনা দিল সবাই। বাড়িতে পৌছে ভেতরের রুমে ওরা পৌছুলো।

বাসর রাত। বর আর কনে পাশাপাশি বসে আছে। এমন সময় পোষা বিড়ালটা ওদের গা ঘেঁষে শুধু ম্যাও ম্যাও করে ডাকছিল। হঠাৎ সেই ছেলেটা বন্দুক বের করে বিড়ালটাকে গুলি করে মেরে ফেললো। "আমার অবাধ্য যে হবে তার এমনই পরিণতি হবে।

" চিৎকার করে উঠল সে। পরদিন মেয়ের বাড়ির সবাই অপেক্ষা করে আছে কখন মেয়ে ফিরে আসবে। কিন্তু ১ দিন যায় ২ দিন যায় মেয়ে আর ফিরে আসে না। কি হয়েছে সেটা দেখার জন্য মেয়ের বাবা লোক পাঠিয়ে খবর নিলেন। খবর যা পেলেন তাতে সে নিতান্ত অবাক না হয়ে পারলেন না।

মেয়ে খুব সংসারী হয়ে গেছে। তারা সুখে শান্তিতে বসবাস করছে। (বাসর রাইতে বিলাই মারার কাহিনী কি এইটা নাকি??)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।