আমাদের কথা খুঁজে নিন

   

ছোটকালে কেমন ছিল ঈদের জামা



ঈদের জামা জুতা কেনার কথা কেন জানিনা ভাবছিলাম আরেকদিন। ভাবতে ভাবতে ছোট সময়কার কথা মনে হল। ছোট বেলা অনেক ঈদে আম্মার ব্যবহৃত শাড়ি কেটেও আমাদের ভাই বোনদের জামা কাপড় হয়েছে। ভাবতে এখন অবাক লাগে যে তাতে কখনো একটুও মন খারাপ হয়নি আমাদের। হৈ হৈ করে ঠিকই ঈদ হতো।

যদি কেউ কখনো কোন কাপড় উপহার হিসাবে দিত, আম্মা সেটাকে আলমারীতে রেখে দিতেন। ঈদের যত দেরীই থাকুক না কেন, ঈদের জন্যই সেটা জমা থাকত। আনিকা এবার কিছু ডিজাইনার পোষাক কিনেছে। বেশি কেনেনি কারণ তার বোন বাকিগুলি বিদেশ থেকে পাঠাবে। সে আমার ছোটবেলার 'ঈদ শপিং' এর কথাগুলি কতটা বিশ্বাস করে কে জানে।

আনিকাকে অবশ্য বেশি দোষারোপ করা যায় না। যতই সে ডিজাইনার কাপড় চোপড় পরুক না কেন, যদি তাকে এখনো বলা যায় যে টাকা পয়সা বা অন্য কোন কারণে এবার ঈদে কিছু কেনা যাবেনা, সে হেসেই বলবে ' সমস্যা নাই'। ' সমস্যা নাই' কথাটা সে সবসময় ব্যবহার করে। আরো হয়ত জানতে চাইবে যে কি কি খরচ আরো কমানো যায়। সে আসলে খুবই লক্ষ্মী মেয়ে।

ছোটবেলায় একটা কলা বা একটা আম আমরা কখনও আস্ত খাইনি। এতে যে দুঃখ পাবার মত কোন ব্যাপার থাকতে পারে তাও কখনো মনে হয়নি। কেন যেন একটা বদ্ধমূল ধারণা ছিল যে আমরা খুবই সচ্ছল। এখন ভাবলে এত অবাক লাগে। নিশ্চয়ই পৃথিবীটা অন্যরকম ছিল তখন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।