আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালী বুদ্ধিজীবি

যার চোখ ভালবেসে পৃথিবীকে চম্বন করতে ভুলে যায়

বাঙালী বুদ্ধিজীবি হে মহা জ্ঞানী বঙ্গবাসী! ক্ষুদ্র-সুখ মায়ায় বসি বসি, বন্ধ করে মনের যত দুয়ার রুখবে কিসে "জাতীয় সম্পদ" নামি জোয়ার? আজও যদি চুপটি করে বসে, একটু কিছু হারাবার ভয়ে-ত্রাসে না পায় পাশে আজ সর্বহারা! তবে কিসে তোমার এত গর্ব করা?! এত মিছিল, নাটক-যাত্রা, সুস্থ-চিন্তা! আন্দোলনের গান, ঝাণ্ডা, স্লোগান-নামতা! বহু দূর দেশে ন্যায়-লঙ্ঘন তরে-- কণ্ঠে তব বিরোধ ঝরে পড়ে! অন্য কোথা কোন্ দূর জনপদে-- আর্তের লাগি মন সদা তব কাঁদে?! এদিকে পাশেই কাঁদে লাঞ্ছিত যারা, অনাহারে মৃত, মরে যারা গৃহ হারা! তাঁদের দুঃখে দেখি সদা চুপ থাক! শেখানো বুলি পথে পথে ঘুরে হাঁকো! কোক-পেপসিতে ভিজিয়ে গলা খানি, দাও "সাম্রাজ্যবাদ নিপাত যাক" ধ্বনি! রাজার নেক-নজরে সদা রহি, বিবেকেরে কর কেমনে জবাবদিহি?! শাসকের "মত" এ শুধু মাথা নেড়ে নেড়ে, শিরদাঁড়াখানি বুঝি আজ বেঁকে পড়ে! নষ্ট কবি মিলন বলে ভাবি এ কি হলে, ভাই বাঙালী বুদ্ধিজীবি?! এ যাবত্ যাহা করেছ তাহা ভুলি ঝেড়ে ফেলে যত মলিনতা-ধুলা-বালি, বুদ্ধির কর সুপ্রয়োগ, হে জ্ঞানি--- ফুলবাড়ির পথে চলহে সবারে টানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.