আমাদের কথা খুঁজে নিন

   

আইনমন্ত্রী সংসদে রূপরেখা দেবেন: নাসিম

শুক্রবার সকালে রাজধানীর ইডেন কলেজে শোক দিবসের আলোচনা সভায় এ আহ্বান তিনি।
নাসিম বলেন, “এটা আপনাদের শেষ সুযোগ। ১২ সেপ্টেম্বর সংসদ অধিবেশন বসছে আপনারা সেখানে যোগ দিন। সেখানে আমরা অন্তবর্তী সরকার নিয়ে আলোচনা করব। আমাদের আইনমন্ত্রী অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা দেবেন।

বলার কিছু থাকলে সেখানে প্রস্তাব নিয়ে আসুন। ”
গত ২৭ অগাস্ট আইনমন্ত্রীকে উদ্ধৃত করে কয়েকটি টেলিভিশন চ্যানেল ও পরদিন কয়েকটি দৈনিকের খবরে বলা হয়, নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকারপ্রধান রেখেই ছোট আকারের মন্ত্রিসভা হবে। আগ্রহী হলে বিরোধী দলও থাকবে সেই সরকারে।
মোহাম্মদ নাসিম, ফাইল ছবি এর সূত্র ধরে শুক্রবার এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকার সংবিধান সংশোধনের ‘নতুন ষড়যন্ত্র’ করছে।
মোহাম্মদ নাসিম, ফাইল ছবি
সংশোধিত সংবিধান অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে।


কলেজ মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত সভায় বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দেন নাসিম।
তিনি বলেন, “আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন। কেন আমরা তত্ত্বাবধায়ক দেব? বর্তমান সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কেউ এসকল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। ”
প্রধানমন্ত্রী  সংলাপের প্রস্তাব দেয়ার পর আল্টিমেটাম দিয়ে হেফাজতকে নিয়ে কুরআন শরীফে আগুন দেওয়া হয়েছে মন্তব্য করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনি আলোচনা সুযোগ নষ্ট করেছেন।


আওয়ামী লীগের এই নেতা বলেন, “আমরা নির্বাচন চাই। বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমরা গণতন্ত্রের বাইরে কিছু করবো না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও দেশে গণতন্ত্রের বাইরে কিছু হতে দেবেন না। ”
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জেসমিন আক্তার নিপার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.