আমাদের কথা খুঁজে নিন

   

ব্যথাতুর শর্ত

কবিতার ছেলে।

সকালের ঘাসফুলে জমে থাকা এক বিন্দু কুয়াশা অপেক্ষার প্রহর গুনে শুকিয়ে যাবে আমি ম্লানমুখে বসে থাকব একমুঠো কৃষ্ণচূড়া হাতে বাতাসের পাল দেবে উঁকি, কখনো বা ফড়িংয়েরা সঙ্গ দেবে তবু আমি কাঁদ কাঁদ চোখে, আমি বহুদুর সমুদ্রপানে হেটে চলা তৃষ্ণার্ত নাবিক এক - আমাকে আড়াল করে তোমার যত নিষ্প্রাণ বিচরন, তবুও পরিত্যাক্ত পলিথিনের মত উড়াও তুমি হতাশার ধুলিকনা। কখনো বা হৃদয়ের বদ্ধঘরের উষ্ণতা বাড়াও বহুগুন। আকাশ হয়ত আলো দেবে ক্ষীন হয়ে, তাকিয়ে থাকব প্রতীক্ষার প্রহর গুনেগুনে যে পথে আসার কথা তোমার, যে পথে এসেছ তুমি বহুবার বহুদিন। এরপর, যখন তুমি আসবে, অবশেষে হৃদয়ে মেঘের প্রলয় তুলে তৃষ্ণার্ত এক হৃদয় পাবে সমুদ্র, তবু আমি কাঁদ কাঁদ চোখে তবু আমি কাঁদ কাঁদ চোখে কারণ আমার অপেক্ষা, কখন তুমি ছিঁড়ে দেবে তোমার ঐ শর্তগাথা মালা। কবে তুমি দুহাত বাড়াবে আমার পানে মিষ্টি করে হেসে বলবে তোমায় ভালবাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.