আমাদের কথা খুঁজে নিন

   

একপশলা আঁধারে

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
জ্যোৎস্নায় ভেঁজা মনোভূমির নিভৃতে নির্জনতর আঁধারের চুলে গা এলিয়ে বসে আছে এক যুবক। তার চোখে মুখে সমস্ত নক্ষত্রপুঞ্জের ব্যথা আর বেদনার স্পশ্ট ছাঁপ... ভীত সন্ত্রস্ত তার মন ফনিমনসার হিস হিস শব্দের কল্লোলে উদ্বেলিত। একটি বৃত্তের অন্তর্জালে আটকে গেছে তার হৃদয়.. কোন মতেই বের হতে পারছেনা সে। মুক্তির বিপরীত পথে ছন্দময় গতিতে সে চলছে অমানিশার দিকে। ঘোর অন্ধকারের মাঝে সে একটু আলোর টুকরো খুঁজে বেড়াচ্ছে চরম ব্যস্ততায়। কিন্তু, নেই.. কোথাও নেই ! এক বিন্দু.. এক ফোঁটা আলো কোথাও নেই ! অন্ধকারের অদৃশ্য কুয়াশার তাপে যুবকের শরীর ঠান্ডা হয়ে আসছে। তার সমগ্র অন্তরাত্মায় বেঁজে চলছে অতীত কোন এক সেতারের একঘেয়ে তান......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।