আমাদের কথা খুঁজে নিন

   

ইহাহু ! অনলাইন থেইকা ম্যালা ট্যাকার মালিক হইছি ! (এত ট্যাকা রাখুম কই মার্কা পোস্ট)

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
ডিগ ডিগ ডিগি ডিশ ! ডিগ ডিগ ডিগি ডিশ ! (ব্রেক ডেন্সের উড়াধূরা মিউজিক) আহা কী আনন্দ আকাশে বাতাশে ! এতদিন খালি শুনছি-অনলাইন থেইক্যা ট্যাকা আর্ন করা যায়। কিন্তু ক্যামনে করা যায় এইডা মাগার বুঝি নাই। এখন বুঝছি। অনলাইনে বিপুল ট্যাকার খনি পাইয়া গ্যাছি।

আপনি হতে চান সেই বিপুল ট্যাকার মালিক ? কোন সমস্যা নাই। এখনি এই লিংকে ক্লিক করেন। অত:পর ইচ্ছে মত ডাউনলোড করেন। আপনাদের লোভ বাড়ানোর জন্য কিছু ট্যাকার ছবি দিয়া দিলাম। আরে আরে ! কইসা মাইনাস দেওয়ার লাইগা খাড়াইছেননি ? দ্যান।

এই দুনিয়ায় যারেই আপনি ট্যাকার সন্ধান দিবেন, সেই আপনেরে কইষা মাইনাস দিয়া যাইবো। এইডাই এই পোস্টের নীতিকথা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।