আমাদের কথা খুঁজে নিন

   

সময় ও বিষাদ বৃক্ষের গান



প্রতিটি সময় কিছু কিছু মুগ্ধতা আর বিষাদের ছাপ রেখে যায় শৈশবে যেমন, -প্রতিটি দুঃখকে মনে হয় বিষাদ বৃক্ষ -প্রতিটি আনন্দকে মনে হয় কৃষ্ণচূড়ার ঘ্রাণ -প্রতিটি চলে যাওয়াকে মনে হয় মৃত্যুগন্ধময় -প্রতিটি নিঃশ্বাস বড় বেশি আকাশঘুড়ি হয়ে উড়ে। তেমনি দেখছি এ সময়, -হেটেঁ যাওয়া মানেই সামনে দুরন্ত এক কফিশপ -নদি মানে শুকিয়ে যাচ্ছে প্রাণ, মানে এখনো বেচেঁ আছি -আবারো ট্রেনের হুইসেল, মানে তুর্ণা নিশীথায় করে ফিরে যাচ্ছি সবুজে। অহেতুক এই বেচেঁথাকাথাকির ভিতর তাই হঠাৎ একদিন শহরের শেষ সীমানায় এসে দাড়ালাম দেখলাম মৃত পাথরের উপড় দাঁড়িয়ে আদিবাসী নৃ্ত্যের তাল, মাতাল সন্ধ্যা আকাশ; আরও কিছু মুগ্ধ হবার পথ, আরও কিছু…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।