আমাদের কথা খুঁজে নিন

   

মরে গিয়েও রক্ষা নাই।

জীবনটা সিগারেটের ছাই........

বেচারা!!! মরে গিয়েও রক্ষা নাই। সারা জীবন তো এক নম্বর ছিলেনই, এখন বেচারা মরে গিয়েও বাচঁতে পারলেন না। আবারো এক নাম্বার হয়ে গেলেন। তাকে নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র 'দিস ইজ ইট' যুক্তরাষ্ট্রের বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে। ২৮ অক্টোবর মুক্তির প্রথম দিনেই ছবিটির আয় হয়েছে ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার।

আর সারা বিশ্বে আয় করেছে ২০.১ মিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের ৩৫০০ পেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এটি পরিচালনা করেছেন কেনি ওর্তেগা। এদিকে ছবিটির এই সাফল্যে মাথা খারাপ হয়ে গিয়েছে কেনি ওর্তেগার। তারা এখন ভাবছেন এটি দিয়ে তারা এবার অস্কার জিতে নিবেন।

তারা পরিকল্পনা করছেন, অস্কারের সেরা ছবি বিভাগে পুরস্কার পাওয়ার লক্ষ্যে এটি জমা দিবেন। ঘটনা এখানেই শেষ নয়। রাতারাতি এই সাফল্যে মৃত ধনীদের তালিকায় উঠে এসেছে মাইকেল জ্যাকসনের নাম। ফোর্বস সাময়িকীর হিসাবে মৃত ধনী তারকাদের তালিকায় তিনি এখন তৃতীয়। মিলিয়ন মার্কিন ডলার আয়ে শীর্ষ দশে আছেন যথাক্রমে ইয়েভস সেইন্ট লরেন্ট [৩৫০], রিচার্ড রজার্স ও অস্কার হ্যামারস্টাইন [২৩৫], মাইকেল জ্যাকসন [৯০], এলভিস প্রিসলি [৫৫], জেআরআর টকিয়েন [৫০], চার্লস শালজ [৩৫], জন লেনন [১৫], থিওডর গিজেল [১৫], আলবার্ট আইনস্টাইন ]১০] ও মাইকেল ক্রিশটন [৯]।

বেচারা। মরে গিয়েও রক্ষা নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।