আমাদের কথা খুঁজে নিন

   

লাব্বায়িক ধ্বনিতে মুখরিত মক্কা নগরী



‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে মুখরিত এখন পবিত্র মক্কা নগরী। বিশ্বের ১৬২টি দেশের নাগরিকরা হজ পালনের উদ্দেশ্যে সমবেত হয়েছেন এই নগরীতে। এ উপলক্ষে সৌদি সরকার গোটা নগরীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। মসজিদুল হারামসহ মক্কা নগরীতে মোতায়েন করা হয়েছে ২৫ সহস্রাধিক নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মী। জেদ্দা বিমানবন্দরকে সদা প্রস্তুত রাখা হয়েছে হাজী সাহেবদের সুভাগমনের জন্য।

এরই মধ্যে মসজিদুল হারামে উপস্থিতির সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। প্রতিদিন লক্ষাধিক হাজী জড়ো হচ্ছেন এখানে। ধারণা করা হচ্ছে, এ বছর হাজীদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে। এ দিকে গতকাল শুক্রবার জুমার নামাজের খুৎবায় মুসলিম জাহানের অগ্রগতি এবং সব বালা মুসিবত বিশেষ করে সোয়াইন ফ্লু থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান প্রথম কেবলা মসজিদে আল আকসাকে জিম্মিদশা থেকে মুক্ত করার জন্য দোয়া করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.