আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বেলার কথা

আমি ভাল।

ছোট বেলার দিনগুলি কি মজারই না ছিল তাই না । ছোট ছোট পা ফেলে স্কূলে যাওয়া ,সাতার কাটা,পুকুরে ঝাপ দেওয়া,গায়ে কাদা মেখে ফুটবল খেলা,বন্ধুদের সাথে মারবেল খেলা,নানার বাড়ীতে বেড়াতে যাওয়া,নৌকা চড়া,নানীর হাতের পিঠা খাওয়া,দল বেধে স্কুলে যাওয়া , স্কুলের মাঠে খেলা করা,বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়ী ফিরা,স্কুলের গেটে চানাচুর আচার খাওয়া,স্কুল পালিয়ে সিনেমা দেখা,দল বেধে নদীর পাড়ে ঘুড়ে বেড়ান, সামান্য কথায় ঝগড়া করা,আড়ি দেওয়া।ইচ্ছে করে সত্যই যদি টাইম মেশিন থাকত তা হলে আমি সেই টাইম মেশিনে চড়ে ফিরে যেতাম আমার ছোট বেলায়...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।