আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণসদা গ্রামে

কিছু দেশ দেখার সুযোগ হয়েছে এই জীবনে। ভ্রমণ আমার ভাল লাগে্‌ তাই সবার মাঝে তা জানাতে চাই। সবার উপরে ভালোবাসি বাংলাদেশ । ধন্যবাদ বাংলাদেশের শেষ সীমানায় সাধারন এক গ্রাম নিয়ে অনেক বসত বাড়ি কৃষ্ণসদা নাম । পূর্ব থেকে পশ্চিমের এই রাস্তার উপর এসে হাজার মানুষ বসত করে আমার বাংলাদেশে ।

পুনর্ভবা নদীর পারে গ্রামতি ছোট নয় বাঁশের সাঁকো , শুকনো নদী পেরিয়ে যেতে হয় । গ্রামের শুরুর স্কুলেতে শিশুর কলরব ভবিষ্যতে মানুষ হবেই পণ করেছে সব । একটু খানি এগিয়ে গেলে মসজিদ - মক্তব পড়াশোনার ধারা মেনে চলছে কলরব । ফেরি ওয়ালা অন্ধ ফকির মাইক ব্যাবহার করে জানিয়ে দেয় সবার কাছে পসরা মেলে ধরে । ঘরের দাওয়ায় বৃদ্ধ শিশু হাসি মাখা মুখ চারিদিকের হাজার অভাব নেইনি তাদের সুখ ।

ধুলো মলিন গ্রামটি ঘুরে দেখা হল বেশ, সবার উপর সত্য হল আমার বাংলাদেশ । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.