আমাদের কথা খুঁজে নিন

   

*_*| |* পূর্নতার পথে একটুকরো ভালবাসা ...*| |*_*

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
জানালার গ্রীল ধরে ঠিক কতক্ষন দাড়িয়ে আছে কান্তারীর ঠিক মনে নেই, এই পড়ন্ত বিকেলে বৃষ্টির ঝাপটায় পুরো ভিজে গেলেও আজ কেন যেন ঠান্ডা লাগার চিন্তা মনেও আসছে না ওর ... দুর আকাশের মেঘের ভেলায় আজ যেন ওর চিন্তা ঘুড়ি উড়ে চলেছে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দুরন্ত কোন কিশোরীর মত ... এত বছরের মন খারাপ করা অন্ধকারাচ্ছন্ন মেঘগুলোকে আজ যেন ছুয়ে দেখতে ইচ্ছে করছে এক্কেবারে কাছ থেকে, আদরে আদরে হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে ওদের তুলতুলে ভেজা শরীরের প্রতিটি অনু পরমানুগুলোকে ... বৃষ্টিকে যার এতদিনের ভয় অল্প এক্টু ভিজলেই ঠান্ডা লাগে বলে, সেই বৃষ্টির হাত ধরেই আজ সব ভয় কাটিয়ে উচ্ছল আনন্দে নেচে উঠতে মন চাইছে হৃদয়ের প্রতিটি সুক্ষাতিসুক্ষ আবেগ অনুভূতি ... ওপাশের বিল্ডিং এর কার্নিসে ভিজে চুপ চাপ বসে থাকা কুচকুচে কালো কাক গুলোকে আজ কেন যেন অন্যদিনের মত তাড়িয়ে দিতে ইচ্ছে করছে না , বরং পরম মমতায় এক দৃষ্টিতে তাকিয়ে মনের মাঝে একটুকরো অন্যরকম ইচ্ছের জন্ম নিচ্ছে - ইশ ! ওদেরকে যদি এক টুকরো কাপড় দিয়ে মুছে দেয়া যেত .... বারান্দায় রাখা ফুল গাছগুলোকে দাড়িয়ে দাড়িয়ে ভিজতে দেখে আজ কেন জানি ফিক করে হেসে উঠতে মন চাইলো, কারন আজ সে ওদের মত নিজেও ভিজছে জানালায় দাড়িয়ে দাড়িয়ে,তবে ওদের ডালে ডালে অসংখ্য কলি দেখতেই কেন যেন লজ্জায় লাল টুকটুক হয়ে উঠলো ওর ফর্সা গাল দুটো ... রাস্তার উপর জমে থাকা বৃষ্টির পানিগুলো প্রতিদিন ওর বিরক্তের কারন হলেও আজ যেন মন চাইছে -- ইশ ! ঐ পানিগুলোর মধ্যে যদি একটু দাপিয়ে আসা যেত, কি মজাই না হতো ... বৃষ্টির মাঝে রাস্তায় হাটতে থাকা স্কুল ফেরত এক বাচ্চা তার মায়ের মেলে ধরা ছাতার বাইরে বেরিয়ে ভেজার যে কি প্রানান্তর চেষ্টা করে চলেছে দেখতেই মনে অজান্তেই ফিক করে হাসি দিয়ে মনে মনে প্রার্থনা শুরু করলো - আমি চাই তুমি বিজয়ী হও, শুধু আজকে নয় সারাটা জীবন তুমি সকল বাধা পার করে বিজয়ী বেশে আবির্ভুত হও সেই মমতাময়ী মায়ের সামনে যে তোমাকে একটুকরো কাপড় দিয়ে তোমাকে তুমুল বর্ষনের হাত থেকে রক্ষা করে চলেছে ... হঠাৎ করেই যেন তার অনুভুত হলো গত রাতে আবিষ্কৃত নিজের ভিতরে ক্রমে ক্রমে বেড়ে ওঠা কেউ একজন আন্দোলিত করে নিজের অস্তিত্বের জানান দিয়ে জিজ্ঞেস করছে -- আর আমি ? ... পরম মমতায় ওর উপরের চামড়ার আবরনে ভালবাসা মাখা আদরে হাত বুলিয়ে দিতে দিতে সে বলে উঠলো -- ওরে দুষ্টু, আমার সব ভালবাসা আর শুভকামনা যে শুধু তোরই জন্য !!! অনেক অনেক শুভকামনা আমার সেই আপুটার জন্য যার এমন ই একটা মনের ইচ্ছে পূরন হতে যাচ্ছে খুব শিগগিরী ... দোয়া করি, তোমার সব আশা পূর্ন হোক।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।