আমাদের কথা খুঁজে নিন

   

তিতুমীরের জাত



দেশ নিয়ে যার স্বপ্ন বোনা সারা দিবস রাত- রক্ত চোখের চাউনি দেখে হয়না কুপোকাত- সেইতো সেরা বীর বাহাদুর তিতুমীরের জাত ! এই যে সবুজ, অবুঝ শিশুর ছোট্ট খেলাঘর- ভোরের হাওয়া, জোসনাধোয়া রূপালী নির্ঝর- সবকিছু তার মনের কোঠায় দুলছে নিরন্তর ! নিজের দুখে কাঁদেনা সে, চায়না নিজের সুখ- দেশ যদি তার ভালো থাকে, গর্বে নাচে বুক- মা ও মাটির কষ্ট দেকে ব্যথায় পোড়ে মুখ । ঝঞ্ঝা আসুক, তবুও সে খুঁজবে আশার পথ- বিপদ বাধায় হয়না তো সে ব্যর্থ মনোরথ- পেশীতে তার বিশাল পুঁজি-প্রভুর রহমত ! কণ্ঠে যে তার চিরমুখর দেশ বাঁচানোর ডাক- ভাবেনা কী লাভ ও ক্ষতি-যায় যদি সব যাক- তবু্ও তার মায়াবী দেশ স্বাধীন হয়ে থাক ! স্বপ্ন দেখে- আসতো যদি এমন সোনাদিন- ন্যায় শাসনের কারুকাজে মুছতো কালোঋণ- সাম্য প্রীতির চাঁদনী মেখে দেশ হতো রঙিন ! কই সে এমন দীপ্ত তরুণ, কোন্ সুদূরে কই- তোমার জন্য রাত্রি জেগে অপেক্ষাতে রই- বাংলাদেশের মাঠে তুমি জাগবে অবশ্যই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।