আমাদের কথা খুঁজে নিন

   

Conversation of a student & her home tutor

সাম হোয়্যার ইন টাইম

প্রথম দিন পড়াতে গিয়ে স্বভাবত শুধাই " তোমার নামটা যেন কী ?" " জ্বী , মিচ্চোনিয়া " ঠিক বুঝলাম না , কি নাম বললে ? " মিচ চোনিয়া , চার , চাবরিনা চিদ্দিকা চোনিয়া " ও আচ্ছা আচ্ছা সোনিয়া । তো পড়াতে পড়াতে আরেকদিন বলল " চার আপনি ভেন্ডের গান লাইক করেন ? " ভেন্ডের গান আবার কি? বল ব্যান্ডের গান । হ্যা করি । " চার কোন ভেন্ড আপনার পেবারিট? " নির্দিষ্ট কিছু না , সবারই শুনি । " চার আমার হল চোলচ ।

চোলচের পরেষ্ট হিলে গানটা চুপার লাগে চার , প্যানটাচটিক লাগে । " তো আরেকদিন বলল " চার আপনার কুনো অ্যাপেয়ার আচে ? " আমি কিছুটা শীতল দৃষ্টিতে তাকালাম । তবু ও সে বলল "বলেন না চার আচে ? " হ্যা , আছে ধমকের সুরে বললাম । " হি হি হি তা বাবীর নাম কি চার? " মাধুরী দিক্ষিত । " ই হি হি .... আপনি চার একদম চিরিয়াচ না শুধু পান করেন ।

" " হি হি হি ...... ও বালা কথা চার , আপনাকে তো একটা কবর দিতে হবে " কি বললে আমাকে কবর দিতে হবে? " জ্বী চার জরূরী কবর , আগামী বিশ তারিখ আমার ভোনের বিয়ে " ভোনের নয় বল বোনের । " চার কাওয়া দাওয়া কিন্তু কমিন্টি চেন্টারে হবে না , চাদে হবে । " কী চাঁদে হবে ? " জ্বী চার আপনাকে খাট দেব " আমাকে খাট দেবে, মানে? "মানে চার বিয়ের খাট" হোয়াট বিয়ের খাট ? আমাকে? "জ্বী চার দাওয়াত খাট " ও আচ্ছা কার্ড , ইনভাইটেশন কার্ডের কথা বলছ তুমি । " জ্বী চার জানেন আমার দুলাভাই না দেখতে টিক ভোম্বের হিরুদের মতন । " ভোম্বে নয় বোম্বে , আর হিরু নয় হিরো ।

তা উনি দেখতে কোন হিরোর মত? " হি হি হি .....দেকতে? উনি দেকতে টিক ভোম্বের চালমান কান চার । " সংগ্রহ : ফেইসবুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।