আমাদের কথা খুঁজে নিন

   

১০০ বছরেই ডুবে যাবে মালদ্বীপ!

আমি মানুষের সাথে বন্ধুত্ব করতে ভালবাসি ।

গোটা বিশ্বে তাপমাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে। সেই সাথে দেখা দিয়েছে মানুষসহ অন্যান্য প্রাণীর অস্তিত্ব সংকট। গতকয়েক দশক ধরে মেরু অঞ্চলের বরফ যে হারে গলছে গত কয়েক বছরে এর গলনের হার ভবিষ্যদ্বাণীর চেয়েও বেশি, যা রীতিমতো উদ্বেগজনক। ১৯৯৭ সালে কিয়েটো প্রটোকলে বিভিন্ন দেশ যে হারে কার্বন জাতীয় ক্ষতিকর গ্যাস নিঃসরণ কমিয়ে আনার অঙ্গীকার বা প্রতিশ্রুতি দিয়েছিল, দুঃখজনক হলেও সত্য যে, অধিকাংশ দেশই সরে দাঁড়িয়েছে সেই অঙ্গীকার থেকে।

শুধু তাই নয় বরং অনেক দেশ উল্টো বাড়িয়েই চলেছে বায়ু দূষণ। এতে করে পরিবেশ বা জলবায়ু যেভাবে বিষিয়ে উঠছে তেমনি বেড়ে যাচ্ছে উদ্বেগজনক হারে সাগরের পানির উচ্চতা। ফলে বেশ আগে থেকেই অপেক্ষাকৃত নিম্নাঞ্চল তলিয়ে যেতে শুরু করছে। সাগরের কাছাকাছি বা নিম্নাঞ্চলীয় দেশগুলো পড়ে গেছে মহা দুশ্চিন্তায়। এসব দেশের প্রশাসনের (সংশ্লিষ্ট) ঘুম যেন হারাম হয়ে গেছে।

এর মধ্যে অন্যতম হচ্ছে মালদ্বীপ। দেশটি অনেক আগে থেকেই জলবায়ু পরিবর্তনের শিকার। সার্ক-এর জন্মলগ্ন থেকে দেশটির প্রেসিডেন্ট (তৎকালীন) এজন্য আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতা চেয়েছিলেন। দেশটি আগামী ১০০ বছরের মধ্যে সাগরগর্ভে চলে যেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন পরিবেশ তথা জলবায়ু বিশেষজ্ঞরা। আর সে লক্ষ্যে তারা আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণের জন্য সম্প্রতি সাগরতলে বৈঠক করেছে।

উক্ত মন্ত্রিসভার বৈঠকের পর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ মন্তব্য করেন, কোপেন হেগেনে আগামী ডিসেম্বরে (২০০৯-এর) জলবায়ু পরিবর্তন বিষয়ক যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে বিশ্বের সবগুলো দেশকে এ সংক্রান্ত একটি সমঝোতায় আসতে হবে। এসব ব্যর্থ হলে সামনে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে। এদিকে শিল্পোন্নত দেশগুলো শিল্পায়নের দিকে বেশি মনোযোগী। তারা কয়লা-গ্যাসসহ জীবাশ্ম জ্বালানি বেশি মাত্রায় পুড়াচ্ছে। ফলে বায়ুমন্ডলে অতিরিক্ত কার্বনডাই-অক্সাইড গ্যাস সঞ্চিত হয়ে বাড়িয়ে চলেছে বৈশ্বিক উষ্ণতা।

বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা যদি দুই ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে যায় তবে নানা ঝুঁকি এড়ানো মানুষের পক্ষে হয়তো আর সম্ভব হবে না। অর্থাৎ এর শিকার হবে উল্লেখিত জ্বালানি পোড়ানো দেশগুলোও। অনেক দেশ দেখছে, তেল বেশি পোড়ালে প্রবৃদ্ধি কম হয়। ফলে তা বেশি পোড়ানোর পক্ষেই কাজ করছে। অর্থাৎ জেনেশুনে তারা পান করছে বিষ।

মালদ্বীপ বলেছে, সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় দুই মিটার উচ্চতায় রয়েছে তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।