আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যার মাঝে লুকিয়ে থাকা মজার এক রহস্য...........

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............
ইংরেজী সংখ্যামালার মাঝে যে এত মজার একটা জিনিস লুকিয়ে আছে তা কখোনো চিন্তা করিনি................. ... .. . . মজাটা লুকিয়ে আছে সংখ্যার বানানে......... যেমন...........1 বানান হচ্ছে ONE.................. ঠিক?? তো......ব্যাপারটা তাহলে এখন খোলাসা করি ১ 1 হতে 99 বানান করতে যেসব ইংরেজী অক্ষর লাগে............এসব অক্ষরের মধ্যে A,B,C, এবং D ......কেবল দর্শক!!! ২ D শব্দটি প্রথম এসেছে HUNDRED এ............. ৩. তেমনি.......1 হতে 999 পর্যন্ত বানানে A,B, এবং C.........এর সামান্যতমও কোন ভূমিকা নেই......... ৪. A....র দীর্ঘ বিশ্রাম শেষ হয় গিয়ে হাজারে...........অর্থাৎ THOUSAND এ ............ ৫ তারপর B চলে যায় দীর্ঘ শীতনিদ্রায়...... জাগরন ঘটে BILLION এর লাথিতে............ মানে 1 to 999,999,999 ..............এই বিশাল সংখ্যা গোষ্ঠীর বিশাল পরিবারে B অনাহুত। ৬ বাকী রইল C. ইংরেজী সংখ্যার বানানে হয় উনার ভূমিকা ই প্রধান মানে হয়তোবা উনি পুরা বানানকার্য তদারকি করেছেন... না হয় উনি মৃত..... মানে ইংরেজী সংখ্যা যদি আপনি বানানে কনভার্ট করতে বসেন আপনি আপনার পুরা জীবন লাগিয়ে দিতে পারবেন কিন্তু C আপনার কাছে ধরা দিবেনা!!!!!!!! চেক করা শেষ?? কেমন লাগলো?? আপনাদের হয়তোবা জানা থাকতেও পারে...... কিন্তু আমার তো জানা নাই যে আপনারা জানেন.......!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.