আমাদের কথা খুঁজে নিন

   

পোষ্ট মুছে ফেলার একটি নিরীহ ও প্রতীকী প্রতিবাদ। যা কাউরে আহত করবে না। আবার জননিরাপত্তার জন্য হুমকিও হবে না।

গেরিলা কথাবার্তা

গতকাল দুপুরেই সম্ভবত সামইন ব্লগ কর্তৃপক্ষ থেকে একটি মেইল পেলাম, সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি হওনের কারণে আমার 'সরকারের প্রেসনোট, জননিরাপত্তার প্রেতাত্মা ও হিজবুত তাহরীর' শিরোনামের লেখাটি ব্লগ থেকে মুছে ফেলা হয়েছে। বিস্মিত এবং মন খারাপ হলো আমার। ব্যক্তিগত মন খারাপের জায়গাটা বাদ দিলেও আমি ব্লগকে একটি ইন্টারেকটিভ মিডিয়া হিশেবেই দেখি- সে কারণে। দীর্ঘদিন আগে আরো একবার এইরূপ পোস্ট মুছে ফেলার কাহিনী ঘটেছিল আমার ক্ষেত্রে । তখন সেইসব নিয়ে বিস্তর আলোচনা প্রতি আলোচনা এবং বিতর্ক হয়েছিল ব্লগ কম্যুনিটির ভিতরে।

বিভিন্নজন লেখালেখি করেছিলেন এ নিয়ে। তাই ভেবেছিলাম ব্লগ অথরিটি তার পিউভার্টির কাল অতিক্রম করেছে। গতকালকের এ ঘটনায় আমি যে বিষ্মিত হয়েছি, তা জানিয়ে আর একটি পোষ্ট লিখলাম গতকাল দুপুরেই, যার শিরোনাম ছিল জননিরাপত্তার ভূত: ব্লগ অথরিটি ও সরকারের ভাষা এক, মুশকিলেই পড়ে গেলাম। বেশ কিছুক্ষণ ধরে এই পোষ্টে প্রাণবন্ত তর্ক বিতর্ক ও আলোচনা প্রতি আলোচনা চলার পর, হঠাৎ করেই দেখলাম এই পোষ্টটিও উধাও। এবং আর একটি মেইল।

তারপরে একটি সংক্ষিপ্ত পোষ্ট লিখলাম যার শিরোনাম ছিল: এই পোষ্টটিও হাপিশ, এবং রিফাত হাসান সাধারণ হয়ে গেলেন। সন্ধ্যায় লগইন করার পরে এই পোষ্টটিও আর পেলাম না। এবার আর কোন নোটিশ নেই। অত্যন্ত বিমূঢ় হয়ে প্রতিবাদের ভাষা হারালাম। তাই, ভিন্ন একটি নিরবচ্ছিন্ন প্রতিবাদের সিদ্ধান্ত নিলাম।

যা কাউরে আহত করবে না। আবার জননিরাপত্তার জন্য হুমকিও হবে না। আগামী দশ দিনের জন্য নিজের সব পোষ্টগুলো ড্রাফটে তুলে নিচ্ছি। একটি নিরীহ, প্রতীকী প্রতিবাদ। শুধুমাত্র এই পোষ্টটি থাকবে, যদি কর্তৃপক্ষ এইটিরেও তেমন হুমকি মনে না করেন।

সবাই ভাল থাকুন। লেখাটির ফেসবুক এর লিঙ্ক লেখাটির প্রথম আলো ব্লগের লিঙ্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.