আমাদের কথা খুঁজে নিন

   

"ভাই আরেকটা মারেন মইরা যাই"

মনের এলোমেলো কথাগুলোর সুসজ্জিত রূপ

ঘটনা টি সত্যি, তবে এখানে আমি কাল্পনিক নাম ব্যবহার করবো। একদিন অফিসের ক্রিয়েটিভ রুম এ কাজ চলছিল। শ্রমিকরা (আমি কর্মচারী না বলে শ্রমিক ই বলি) সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। উল্লেখ্য অফিসের ক্রিয়েটিভ রুম টি খুব ছোট (আনুমানিক ২০০ বর্গফুট হবে)। অফিসের মহাজন (মানে বস) সুমন ভাই ও ক্রিয়েটিভ রুম এ উপস্থিত।

হঠাৎ করেই সুমন ভাই ক্রিয়েটিভ রুমের বায়ু দূষিত(!!!) করে ফেললেন। সবাই দুর্গন্ধে অস্থির, সবারই প্রাণ ওষ্ঠাগত। সুমন ভাই আমাদের বোঝাচ্ছেন " এটা (বায়ু দূষিত করা) সম্পূর্ণ ই একটি প্রাকৃতিক একটি ব্যাপার, এতে লজ্জা পাবার কিছুই নেই। তা ছাড়া এটা (----)আটকে রাখলে নানা রকম শারীরিক অসুবিধা হতে পারে। " সবাই এই দূর্গন্ধের মধ্যেই সুমন ভাই'র উপদেশ হজম করছে।

সুমন ভাই'র কথা শেষ হতে না হতেই আইটি ডিপার্টমেন্টের আসাদ ভাই বলে উঠলেন "ভাই তার চেয়ে আরেকটা (!!)মারেন মইরা যাই। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।