আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের স্বাধীনতা আমার স্বাধীনতা : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

রাজাকারের স্বাধীনতা আমার স্বাধীনতা শরীফ এ. কাফী ২৫ অক্টোবর ২০০৯ প্রিয় কবি শামসুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে। (টীকা: আজ সকালে আমার ব্লগে "সাকিবাবা" নামক একজন "স্বাধীনতা তুমি" শিরোনামে কবি শামছুর রহমানের কবিতাটিকে ব্যাঙ্গ করে কবি সুফিয়া কামাল এবং জাহানারা ইমাম সম্পর্কে লম্বা একটি কবিতা লিখেছে, যা অত্যন্ত আপত্তিকর। লেখক যে স্বাধীনতা বিরোধী তাতে কোন সন্দেহ নাই। তাই আমি জবাবে এই কবিতাটি লিখলাম।

আমিও প্রথম "স্বাধীনতা তুমি" নাম দিয়েছিলাম, পরে সংশোধন ও পরিমার্জন করেছি ) রাজাকারের স্বাধীনতা মানে পাক সেনাদের ফেলে যাওয়া প্রমোদ সঙ্গিনীর পরিচয়হীন বড় হয়ে ওঠা সন্তানের কবিতা। রাজাকারের স্বাধীনতা মানে দিনে জামাত শিবির ভেকধারী তফসিরকারী আর রাতে জঙ্গী জেএমবি প্রশিক্ষণের কথা। রাজাকারের স্বাধীনতা মানে গাজীর দরগায় হিস্ট্রিয়াগ্রস্থ ধর্ষিতা মাদ্রাসা হোষ্টেল ছাত্রীর জ্বীনে ধরার সরেস গল্প ফাদা। রাজাকারের স্বাধীনতা মানে জামাত নেতার আপন চাচীকে ফুসলিয়ে বিয়ে করে ফুল শয্যা সাজানোর কথকতা। রাজাকারের স্বাধীনতা মানে ভোরবেলা মসজিদের ভিতরে কোরান শিক্ষার নামে ইউসুফ মৌলানার কিশোরী ধর্ষনের ইতিকথা।

রাজাকারের স্বাধীনতা মানে আটত্রিশ বছর পর রাজাকারের রাজাকার-মুক্তিযোদ্ধা, বৌ আর বোন এক সাথে নিয়ে শোবার কু-আকাঙ্খা। আমার স্বাধীনতা তুমি খুনী ধর্ষক রাজাকারদের সাধারণ ক্ষমা করে দিয়ে দেশটাকে বানিয়েছ এক দু:সহ যন্ত্রনার কারবালা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.