আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের বিচার চাই , নব্য রাজাকারের নির্মূল চাই

মানবতাবাদীদের ভিড়ে নিজেকে অমানুষ বলেই মনে হয় .... একটা জিনিস কিছুতেই মিলাইতে পারতেছি না - জামাত/শিবিরের সাথে এত্ত পিরিত কিসের ! ওই কুত্তার বাচ্চা খাঙ্কিগুলারে নিষিদ্ধ কইরা কচুকাটা করতে বাধাটা কোনখানে ? ওরা তো আজ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই , ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধকে বলে পাকিস্তানের গৃহযুদ্ধ , বলে ওই সময়ে যে ৩০ লক্ষ প্রানের শহীদ হওয়া আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির খতিয়ান নাকি বানোয়াট কেচ্ছা কাহিনি , বলে ওই সময়ে রাজাকার-আলবদর-আলশামস-পাকিস্তানের হানাদার বাহিনী যা কিছু করেছিল সব বৈধ এবং জিহাদের অন্তর্ভুক্ত । ওরা কি ভাবে ? জিহাদের সংজ্ঞা আমরা জানিনা , জিহাদের নিয়মকানুন আমরা জানিনা ? অবিলম্বে জামাত/শিবিরকে নিষিদ্ধ করে সমূলে উৎপাটন করা হোক , নতুবা সামনে খুব খারাপ সময় আসবে যখন নতুন প্রজন্ম বাংলাদেশকে আর বাংলাদেশ নয় বরং পূর্ব পাকিস্তান বলতেই গর্ববোধ করবে , জাতীয় পতাকায় পাকিস্তানের নিশানা যুক্ত করবে , জাতীয় সঙ্গিতেও একই কাজ করবে । অনেক দেরী হয়ে গেছে ... আর নয় ... কিছুতেই নয় ... জামাত/শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ; এই মাটিতে ওদের কবরও হতে দেয়া উচিৎ নয় , এমনকি বঙ্গোপসাগর বা নদীতেও ভাসিয়ে দেয়া যাবেনা ... বরং ওদের লাশ পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে । তবেই বিশুদ্ধ হবে লাখো শহীদের রক্তে স্নাত আর সম্ভ্রমহারা মায়েদের জন্য পাওয়া আমার প্রিয় মাতৃভূমি ... আমার প্রিয় জন্মভুমি ... আমার বাংলাদেশ । ।

একটা বিষয় খটকা লাগছে মনে । যতদূর শুনেছি ( সত্যি মিথ্যা জানিনা ) , তত্ত্বাবধায়ক সরকারের পুরো বিষয়টাই গোলাম আজমের মস্তিস্কপ্রসূত , এমনকি সেই ১৯৯৬ সালে এর কারণে চরম আহ্লাদিত হয়ে নাকি শেখ হাসিনা গোলামের পা ছুঁয়ে সালাম করে দয়া চেয়েছিলেন । এ ঘটনা আমি বিশ্বাস করতে নারাজ । তবে যদি সত্যিও হয়ে থাকে , তবে এর প্রতিদান শেখ হাসিনা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন । '৯৬-০০ আমলে কোন জ্বালাতন শেখ হাসিনা করেনি ওই রাজাকারদের ।

এখন আর পেছন ফিরে তাকাবার অবকাশ নেই , নেই কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ । বাংলার আপামর জনতা প্রতিশোধ চায় । ৩০ লক্ষ শহীদের রক্তের বদলা চায় , বদলা চায় ২ লক্ষ মা-বোনের ইজ্জত হারানর । যুদ্ধাপরাধীদের বিচার যত দ্রুত সম্ভব সমাধান করে অতি দ্রুত কার্যকর করতে হবে । ওদের জন্য আপিলের সুযোগও যেন না থাকে ।

রাজাকারের ফাঁসি চাই । এরপর বাকি কাজ আমাদের । নব্য রাজাকারদেরও শায়েস্তা করতে হবে শক্ত হাতে । কোন ক্ষমা নেই , ক্ষমার সুযোগও নেই । বদলা চাই , বদলা চাই , বদলা চাই -------- এর কোন বিকল্প নাই _-_-_-_-_-_ ............ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.