আমাদের কথা খুঁজে নিন

   

ডাস্টবিনে খুঁজে পাওয়া কবিতা

স্বত্ত সংরক্ষিত

বস্তাপঁচা ছাইপাশ বলে সম্পাদকীয় টেবিল থেকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলা কিছু কবিতা; আর কিছু রাতজাগা মানুষ। আস্তাকুঁড় ঘেঁটে কাব্যের দানা খোঁটে,যদি ডাস্টবিন জন্ম দিতে পারে কবিতার, যদি মিলে যায় কোন এক অবিনশ্বর পংক্তি। যারা জানে তারা জানে; তারারাই জানে কবিতা লিখতে। তারাগুলো কথা বললেই কবিতা হয়ে যায়, শিল্পের মুরগী যখন নামের জোরে আন্ডা পাড়ে কবিতার ফার্মে তখন প্রতিমিনিটেই ফুটতে পারে কয়েকশ' কবিতার ছানাপোনা। তারাগুলি যদি গালি দেয়,কাব্য হয়ে যেতেই পারে; আস্তাকুঁড় খুঁটে যদি কবি হওয়া যেতো- ভাবে কবি তারা-কবিতার জগতের সেইসব তারা। শিল্পের মহাসড়কে লাঠি-বাঁশি হাতে ঐ মহা-মহা-অতিমহাকবিদের বই। কবিতারা তাদের,তাদেরই শুধু। আর যারা কাব্যকে ভালবেসে ডাস্টবিনেও ডুবোয় হাত,সেইসব স্টুপিড, শিল্প বোঝেনা তারা -কবিতা কে ভালবাসে বলে! বরং ট্রাফিক পুলিশ বলি শিল্পের পথে, যদিও তারাই তারা,তারপর ও কবিতা যেহেতু তাদের বাপ-পিতেমো'র ভিটে-মাটি, কবি তবে হোক তারা,শুধু তাহারাই। বাকি সব ছেঁড়া-খোঁড়া কাব্যরা চলে যাক ডাস্টবিনে, খোরাক হোক কবিতাকে ভালোবেসে রাত জাগা মানুষের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।