আমাদের কথা খুঁজে নিন

   

হুররে ! ব্লগাড্ডা সফল হয়েছে ! একটি ধন্যবাদান্ত পোস্ট !

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

আরো একটি জম্পেস ব্লগাড্ডা হয়ে গেল গতকাল টিকাটুলির বলধাগার্ডেনে। প্রতিদিনের নাগরিক ব্যস্ততাকে ভ্যাংচি কেটে যারা আড্ডায় এসে প্রাণের সঞ্চার করেছেন, যারা দেশ ও দেশের বাইরে থেকে মোবাইলে আড্ডা দিয়েছেন, যারা আড্ডায় আসতে না পেরে আফসোস করেছেন এবং যারা আড্ডায় ইচ্ছেকৃতভাবেই আসেননি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন সবাই আবার নতুন উদ্যোমে ব্লগিং শুরু করি। হ্যাপি ব্লগিং ! [আড্ডা সংক্রান্ত পরবর্তী পোস্টে আড্ডার ছবি দেয়া হবে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।