আমাদের কথা খুঁজে নিন

   

পথ ভুলতে চাইলেই কি ভুলে যাওয়া যায়?.......



পথ ভুলতে চাইলেই কি ভুলে যাওয়া যায়? যতটুকু স্মৃতিময়তা ইউক্যালিপটাসের পাতার সরলবিন্যাসে! তাতে শুধু ফিরে ফিরে চাওয়া! কোলাহল সব জমাট হয়ে থাকে। শব্দদের গুঞ্জনে হারিয়ে যাওয়া গোধূলী। সারি সারি ঝাপসা হওয়া মুখ। শুধু পরনের শাড়ির রং তেমনি রঙিন! মেহেদী রং উত্তাপে দু'হাতে কাঁপন জাগে। দুর হতে হেঁটে আসা ঝাপসা ছবির মত কেউ যদি এসে বলে, "সুষমা তোমার সবটুকুই এই হৃদয়ে করেছি ধারন।" শুধু সময়গুলোই আর আমাদের রইলো না............ কি হবে? কি হবে তখন? চোখ এ চোখ পড়তেই কেঁদে চলে নদী। বুকের কুঠরীতে এতকাল সংগোপনে ছিল যা! আজ বহুকাল পর বছর পেড়িয়ে বছর! কতগুলো লিপিয়ার চলে গেলো? কেউ কি গুনতে পারে আজ এতদুর পথ চলে এলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।