আমাদের কথা খুঁজে নিন

   

মনটা আমার হত যদি আবেগী এক নদী

আল বিদা

স্যার ৭টাকা আছে, আর ১৩ টাকা হলে ভাত খেতে পারব - মতিঝিল এলাকায় রাতের বেলায় এই বলেই টাকা চাইছিল ১০/১২ বছরের ছোট্ট একটি ছেলে। তার চেহারায় খুব বেশী মায়া না থাকলেও শুনতে খারাপ লাগছিল। মনের ভিতর হুহু করে উঠল। মাত্র ২০ টাকা দিয়ে সে রাতের খাবার খেতে পারে। অথচ এই টাকাটাই তার নেই।

ছেলেটার মুখের দিকে তাকিয়ে ২০টাকাই দিয়ে দিলাম। মনটা তখন কিছুটা ভাল হল। এক ছোট্ট ছেলের একবেলার খাবারের দায়িত্ব নিতে পেরে ভাল লাগল। নিজকে অনেক বড় মনের মনে হল। ছেলেটা ছোট করে হাসি দিয়ে চলে গেল।

আমিও রাতের ঢাকা দেখতে দেখতে মতিঝিল থেকে হেটে হেটে ফকিরেরপুল পানির ট্যাংক আসলাম। সাথের কলিগের সাথে দাড়িয়ে গল্প করছিলাম। এই কথা সেই কথা শেষ করে যখন চলে আসব তখন একটি ছোট্ট ছেলে পাশে এসে দাড়াল। স্যার ৭টাকা আছে, আর ১৩ টাকা হলে ভাত খেতে পারব - সেই একই কথা। তাকিয়ে দেখি সেই ছোট ছেলেটি আবার টাকা চাইতে এসেছে।

তবে সে ভুলে গেছে যে কিছুক্ষন আগেই সে আমার কাছে টাকা চেয়েছে। এবার আমার মুখের দিকে তাকিয়ে আমাকে চিনতে পেরে দৌড়ে চলে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।