আমাদের কথা খুঁজে নিন

   

~ রুপকথা ২ ~

~ ভাষা হোক উন্মুক্ত ~
= হ্যালোওওওও - আপনি কে? = আমি আদিত্য বেবী - আমি কে? = তুমি পাপা - কার পাপা? = আমা পাপা - এইযে বাবুনী, আপনি না কি পরীক্ষায় এ+ পেয়েছেন? = হু ... - পাপা অনেক খুশী হয়েছি, এখন তুমি পাপা কাছে কি চাও? = তুমি আসো - ... ... ... = পাপাআআআআ - জ্বি ... বলেন = তুমি নঙ পেন্সিল দিয়েসো অই ছেলেটা একতা নিয়ে গেসে - আমি আরও পাঠিয়ে দেব পাপা = আর লাগবেনা অনেক আসে তো - আচ্ছা, পাপা তুমি একটা কবিতা শুনবা? = কি কবিটা? - আমাদের ছোট নদী কবিতা = আত্তা - আমাদের ছোট বাবু চলে বাঁকে বাঁকে = হা হা হা হা - কি হইছে? = সোত বাবু না তো, সোত নুদী - তুমি এই কবিতা পারো? = হু ... দাদা বলেসে - আচ্ছা, আবার বলি - আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় বাবু, পার হই আমি ... = হি হি হি ... তুমি পারই না তো - তাহলে কি হবে? = পাল হয়ে যায় গলু, পাল হয় গালী ... হা হা হা - অ্যাঁ ... আচ্ছা, আমি বলবই না = তুমি পালোই না তো - হু ... তাহলে তুমি একটা বলো = ভুলে গেসি - তাহলে একটা গান বলো = একন না, আচ্ছা রাখি, বাই ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।