আমাদের কথা খুঁজে নিন

   

জিআরই, জিম্যাট এবং এমবিএ'র গণিতপর্ব (২) (পর্ব ১-এর উত্তরসহ)

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

পর্ব ২: মোট প্রশ্ন: 2 টি প্রদত্ত সময়: 4 মিনিট 45 সেকেণ্ড ১। যদি n/|n| < n হয়, তাহলে নীচের কোনটি অবশ্যই সত্যি? (ক) n > 1 (খ) n > -1 (গ) |n| = 1 (ঘ) |n| < 1 (ঙ) |n|^ 2 > 1 ২। নীচের চিত্রে, 9 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের এক-চতুর্থাংশ দেখানো হয়েছে, যার অভ্যন্তরে একটি ক্ষুদ্রতর পূর্ণবৃত্ত অন্তর্লিখিত অবস্থায় আছে। ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রফল কত? গুড লাক! পর্ব ১-এর উত্তর Click This Link ১।

-1< x < 0 হলে, x, x^2 এবং x^3 রাশিত্রয়কে মানের নিম্ন ক্রমানুসারে সাজালে, ক্রমটি কীরূপ হবে? উত্তর: x^2, x^3, x ২। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5.5% বেড়ে গেলে এবং প্রস্থ 2.0% কমে গেলে, উহার ক্ষেত্রফল কত % বাড়বে বা কমবে? উত্তর: 3.39% বাড়বে ৩। 4.0 এবং 3.9... (9 এর উপর পৌনঃপুনিক) সংখ্যাদ্বয়ের মধ্যে পার্থক্য কত? [পার্থক্যটি দশমিকের পর তিন ঘর পর্যন্ত বিবেচনা করলেই হবে। ] উত্তর: 0.000 ৪। (5x - 1) / (3y + 2) > 3/5 অসমতা থেকে, x-কে কীভাবে y-এর মাধ্যমে প্রকাশ করা যায়? উত্তর: এ সমস্যার যথার্থ উত্তর বের করা সম্ভব নয়।

৫। নীচের চিত্রে, সবুজ বর্ণের ক্ষেত্রটি অর্ধবৃত্ত হলে, বর্গাকার চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? উত্তর: 3.75 বর্গ একক উত্তরসমূহ আরেকটু বিস্তারিত করা হবে শীঘ্রই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.