আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলুম হংকং...........................অসাধারণ

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

অপ্রত্যাশিত ছিল, তবুও ট্রাই করেতই ভিসা দিয়ে দিল হংকং অথরিটি। বৃটিশ থেকে ছাড় পেয়ে চীনের অন্তর্ভুক্ত হয়েছে সেই কবেই তবুও ওদের শাসনন্ত্র আলাদা...চীনাদেরও ভীসা নিয়েই যেতে হয়। সময় কম ছিল , রাতেই ফিরতে হবে....(ভিসা দিয়েছিল ১৪ দিনের যদিও, চীনে ট্রেনিং এর জন্য ফিরতে হবেই) ...তারপরো অতুলনীয় পরিবহন ব্যবস্থার কারনে মোটামুটি হংকং এর এ মাথা থেকে ো মাথা চষে বেড়ালাম। অতুলনীয় সব স্থান। সেন্ট্রাল হংকং এ শহর েযন এক দুই তিন চার তালা হয়ে গেছে ..জায়গা কম..শহর তাই উপর দিয়েই তারা গড়ে তুলতে চাইছে মনে হলো। চোখ জুড়িয়ে যায় সন্ধ্যার আলোক সজ্জাময় হাইরাইজ বিল্ডিং আর পোর্ট এর জাহাজ গুলো দেখে। ক্যাবল কার (Ngong Ping 360, which consists of a cable car journey and a themed village)এর দ্বীপটা বাকী থেকে যাওয়ায় নেক্সট শনিবার আবার একটা ঢু মারবোই. ছবি দিতে পরছিনা ....ফিরে এসেই টপাটপ পোষ্টাবো.............. সবাই ভালো থাকুন...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।