আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিনের পরে...

স্বপ্নবাজ

আজ অনেকদিনের পরে মনে হলো কিছু লিখি, আজ অনেকদিনের পরে আবার স্বপ্ন আঁকি, আজ অনেকদিনের পরে দেখি চাঁদ আকাশে, এতোদিন পরে কেন চাঁদটাকে লাগে ফ্যাঁকাশে, দুঃখ তোমার আলো আর কষ্ট তোমার ছায়া, স্বপ্ন ওড়াবো আজ নেই ওদের জন্য মায়া, কান্না ভেজানো রাত আর স্বপ্নের দাপাদাপি, যখন-তখন মন অচেতন ভয়ে কাঁপাকাপি.... নেই মনে কোন দ্বন্দ্ব কোন পুরনো প্রহরে, নেই ছেড়া স্বপ্ন ছাড়া আর কিছুই মনের ঘরে, দরজাটা বন্ধ খোলা জানালার শিকগুলো, ওখান থেকে আসে উড়ে অচেনা পথের ধুলো, সব হারানোর প্রহর আসে কখনো সে পথ ধরে, মনের দরজাটাও নড়বড়ে যাবে ঝড়ো বাতাসে উড়ে, কান্না ভেজানো রাত আর স্বপ্নের দাপাদাপি, যখন-তখন মন অচেতন ভয়ে কাঁপাকাপি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।