আমাদের কথা খুঁজে নিন

   

জোড়াসাঁকো



এখানে কি ডুবেছিলো চাঁদের পরাণ অথবা একজোড়া সাঁকো মিশেছিলো জোসনা গহীনে। জেনে পথের গন্তব্য কেউ কি দিয়েছিলো ঢেলে জবার লালজ্যোতি। খ্যাতির পসরা নিয়ে ভাবে নদী ,ভাবে শরতের শ্বেত।পালক উড়ে যায়। তবে কি সাঁকো ও জোড়া লাগে প্রেমের পাঁজরে ! ভরে নীলের উঠোন,আমরা দাঁড়াই অথবা সমবেত হই। গাই কোরাস। উঁচিয়ে হাতের তালু ,রেখাবিদ আগন্তুকের মতো। লিখি ভোর , বাষ্পবিভা,আর ভাসি নীলে অবিরত । ছবি- জো স্কটল্যান্ড

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।