আমাদের কথা খুঁজে নিন

   

কানেকানে: শুধুমাত্র অবিবাহিত সুপুরুষ ব্লগারগণের জন্য। যারা চাইর আনা স্বর্ণের জন্য বিয়া করতে পারছেন না

আপাতত ঘুরপাক খাচ্ছি!

স্বর্ণের দাম যে হারে বৃদ্ধি পাইছে তাতে চাইর আনা স্বর্ণ দিবার পারুম না ভবিষ্যত গ্যাদার মাকে। চাইর আনা স্বর্ণের টেকা জোগার করতে করতে কত গ্যাদার মা নাই হইয়া গেল লাইফ থিকা তার পরিসংখ্যান নাইবা দিলাম। বহুত লজ্জা, দুস্ক আর ক্ষোভ নিয়া কত দোয়া করছি দুনিয়ার তাবৎ স্বর্ণ যেন গইলা পানি হইয়া যায়, যাতে স্বর্ণ আর পানিতে কোন ফারাক না থাকে কিন্তু উল্টা দেখতাছি স্বর্ণ আরও কঠিন হইতাছে, সেই সঙ্গে তাল মিলাইয়া দামটাও উঠতাছে আকাশের দিকে-- বিয়া করার শখ মনে হয় আকাশের দিকে তাকায় মিইঠা গেলগা। তয় নতুন একখান ফর্মুলা খুঁইজা পাইছি মানে মাথায় আইছে আরকি। ডিপার্টমেন্টে পড়ালিখার সময় প্রতিবছর ফিল্ডে যাইতাম সপ্তাহ খানেকের লিগা।

আমাদের অতি প্রিয় মনসুর স্যার (এক রাজনৈতিক মতাদর্শের) ফিল্ডে এক কাহানী শুনাইলেন: আমাদের ম্যাডাম (কোন প্রধানমন্ত্রী কমুনা--আর ব্যাপারটা জিগাইয়েন না কইলাম) একদিন বিকাল বেলা আমারে খুশী মনে তার বাসভবনে ডাইকা পাঠাইলো। আমিও দেরী না কইরা তাড়াতাড়ি তার বাসায় পৌঁছাইলাম। কিজইন্য ম্যাডাম ডাইকা পাঠাইছেন জানার জন্য অতি আগ্রহ প্রকাশ করলাম। তিনি আমারে মুড়ি/ চানাচুর খাইতে দিয়া মনে মনে হাসতাছেন আর বলতাছেন আপনার মুড়ি খাওয়া হোক তারপর একটা অতি মূল্যবান জিনিস দেখামু। নাস্তা দ্রুত শেষ করলাম এরপর ম্যাডাম আলমিরা থেকে সযত্নে রাখা মখমলের কাপড়ে মোড়ানো একটা জিনিস আইনা হাতে দিলেন।

আর বললেন বিদেশে ভ্রমণের সময় এক ভক্ত আমারে এই দামী জিনিসটা উপহার দিছে। খুললাম! কিন্তু একি এটাতো দেখি চ্যালকোপাইরাইটস যা দেখতে স্বর্ণের মত। যাকে ফুলস গোল্ড বলা হয় --কপার আয়রণ সালফাইড মিনারেল CuFeS2, দেখতে প্রায় স্বর্ণের মত। ম্যাডামকে আর কিছু বললাম না তবে তিনি আমার মুখটা দেইখা যা পড়ার পইড়া লইলেন আর কেমন জানি মুখটা চন্দ্রবিন্দু করলেন। এই কাহানী শোনার পর ভালই মজাক পাইলাম আমরা।

প্রসঙ্গে আসা যাউক। বহুদিন তো বইয়া বইয়া ভাবলাম কিন্তু কোন কুলকিনারা পাইলাম না- কেমনে চাইর আনা স্বর্ণের টেকা জোগার করুম। এ দিকে বয়স তো বাইন্দা রাখা যাচ্ছেনা আলগা ঘোড়ার লাহান দৌঁড়াইতেছে। পোলাপাইন আঙ্কেল আঙ্কেল ডাইকা অস্থির কইরা ফালাইলো। বিয়ার পর গ্যাদার মা যাতে ছাছা বইলা না ডাকে হের লাইগা এই ফর্মুলার কথাটা মাথায় আইলো।

যা অবিয়াতি সহব্লগারগণেরও কামে দিব- প্রধানমন্ত্রী বুঝবার পারেন নাই/ বাকীদের চান্স আরও কম তয় এই স্বর্ণ দিয়া অলংকার বানাইবার পারবেন না। যতকেজি ইচ্ছা দলা/ বিস্কুটের লাহান কইরা দিতে পারেন আর কইবেন অলংকার বানাইবার টাইম নাই আপাতত কয় কেজি দিতাছি পড়ে বানায় দিমুনে। বিয়াটা হইয়া গেলে চুপিচুপি একদিন সরায় ফেল্লে হবেক (ধরা পড়লে আমার নাম না কইয়া দৌঁড় দিবেন কইলাম) ফুলস গোল্ডের কিছু ফটোক: ফুলস গোল্ড সম্পর্কে বিস্তারিত জানতে: http://en.wikipedia.org/wiki/Chalcopyrite (ফানপুষ্ট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।