আমাদের কথা খুঁজে নিন

   

শেওড়াপাড়া ও কলাবাগানে শ্রমিক বিক্ষোভ

শেওড়াপাড়ার দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা রোকেয়া সরণীতে যান চলাচল বিঘ্নিত হয়।
আর বসুন্ধরা গার্মেন্টের শ্রমিক বিক্ষোভের কারণে মিরপুর রোডে যান চলাচল বন্ধ রয়েছে বেলা ১১টা থেকে।   
ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেওড়াপাড়ার দুটি কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে বিক্ষোভ সকালে বিক্ষোভ শুরু করে। তাদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। ”
শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়াও হয়। তবে পুলিশ বিষয়টি স্বীকার করেনি।
কাফরুল থানার ওসি ওয়াজেদ আলী জানান, শ্রমিকরা সরে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে বেলা সাড়ে ১১টার দিকে যান স্বাভাবিক যান চলাচল শুরু হয়।
এ দিকে বেলা ১১টার দিকে কলাবাগানের বসুন্ধরা গার্মেন্টের শ্রমিকরা মিরপুর রোডে নেমে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  
কলাবাগান থানার ওসি এনামুল হক বলেন, “কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করছে।

আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরে যেতে বলছি। ”
তবে কেন ওই করখানা স্থানান্তর করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওসি। তাৎক্ষণিকভঅবে কারখানা কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।