আমাদের কথা খুঁজে নিন

   

জন্মোৎসবের গল্প : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

Jonmotshober Golpo by Sharif A. Kafi জন্মোৎসবের গল্প শরীফ এ. কাফী ১৫.১০.১৯৮৬ বাতিরা ঘুমিয়ে তখন ধু ধু অন্ধকার খস খসে বুঝলাম সঙ্গে কেউ আছে তার হুজুর বললেন- "বিসমিল্লাহ.." তারপর দ্রৌপদীর দরজায় রাখা জুতো হারিয়ে যাওয়া খুজে না পাওয়া কী বেরসিক ছিল বজ্জাৎ কুকুরটা! মেঘের বুকে বজ্রের প্রবল প্রজ্জ্বলন তিন হাজার তিস শ' কে ভি ভোল্টে প্রাণের তারে প্রাণের সঞ্চালন নতুন প্রাণের জন্মোৎসবে আগ্নেয়গিরির প্রবল উদ্বগীরণে ছিল বিষের বাশীর অনল বর্ষণ। কালবৈশাখীর তান্ডব নাচন শেষে শন শন শীতল হিমেল হাওয়ায় ছিল না কামষূত্রের কোন ব্যকরণ সৃষ্টি মেলায় রতির খেলায় সূচারু শিল্পী যেথায় প্রতিক্ষণ প্রতিজন কামসূত্র সেথায় বলো পড়ে কয়জন? থামলে ঝড় বজ্র আর বিদ্যূৎ চমক হুজুর বললেন- "আলহামদুলিল্লাহ.." মাঝ খানে যে গল্প ছিল সে কথা আর জানা হলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।