আমাদের কথা খুঁজে নিন

   

লোকে তোমাকে প্রশ্ন করে নারীবাদ কি, বল উহা অসূচি...আসলে নারীবাদ কী? রোজমেরী টং এর দ্যা ভ্যারাইটিজ অব্ ফেমিনিস্ট থিঙ্কিং অবলম্বনে (পর্ব-১)...[ংন][/ংন]

দেখিস একদিন আমার লেকাও...প্রথম পাতায়

নারীবাদঃ একজন মানুষ হিসেবে নারীর পরিপূর্ণ অধিকারের দাবি হল নারীবাদ। সমকালীন ভাষায় নারীবাদ হল-পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে নারীর হীনমর্যাদা বিষয়ে সচেতনতা অর্জন এবং এই অবস্থা পরিবর্তনে নারী ও পুরুষের সক্রিয় উদ্যোগ। নারীবাদ একটি সামাজিক আন্দোলন যা নারীর গঁৎবাঁধা ভূমিকা, লিঙ্গীয় বৈষম্য ও ইমেজের বিলোপ এবং সমান অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলে। সংক্ষেপে বলা যায়, নারীবাদ হল- পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজে নারীর বঞ্চনা, শোষণ ও নিপীড়ন সম্বন্ধে সচেতনতা তৈরী এবং এর নিরসনে নারী ও পুরুষের যৌথ প্রয়াস। নারীবাদ তাই কেবল সমতা ও মুক্তির লক্ষ্যে কোন সংগ্রাম নয়, বরং এটি হল নারীর প্রতি বৈষম্য অবসানের লক্ষ্যে সংস্কার সাধন ও আইনি লড়াইয়ের সাথে সম্পৃক্ত হওয়া যা নারী অধস্তনতার মূল বিষয়গুলোকে এবং বিরাজমার অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাসমূহকে চ্যালেঞ্জ করে। আর এসব বিষয়গুলোকে ভিত্তি করেই বিভিন্ন ধরনের নারীবাদ এবং দৃষ্টিভঙ্গি বিকশিত হয়েছে;

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.