আমাদের কথা খুঁজে নিন

   

খুন্তির ছ্যাঁকা কি আর থামবে না ?

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
তার অপরাধ খুবই সামান্য। গৃহকর্ত্রীর কথা অমান্য করে খালার বাড়ি গিয়েছে সে। সেই অপরাধে মা ও মেয়ে মিলে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছে ওকে। ঘটনাটা নারায়ণগঞ্জের উত্তর মাসদাইরের গাবতলী এলাকার। গাবতলী এলাকার সফিউল্লার বাড়ির নাম সফি ভিলা।

সেই ভিলায় ৫ মাস আগে গৃহকর্মী হিসেবে যোগ দেয় শাহিদা নামের এক কিশোরী। গতকাল সে খালার বাড়ি যেতে চায়। অনুমতি মেলে না। বিনা অনুমতিতে খালা বাড়ি যায়। এই অপরাধে সেই বাড়ির মেয়ে ফাতেমা খাতুন মুক্তি (ছবিতে বাচ্চা কোলে) এবং মা রুজিনা খাতুন ডালিয়া (পাশে বোরকা পরিহিত মহিলা) গৃহকর্মী শাহিদাকে গরম খুন্তির ছ্যাঁকা দেয়।

ফতুল্লা থানা পুলিশ অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করেছে। আজকের পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে। নির্যাতনের ধরণ দেখলে নির্বাক হয়ে যেতে হয়। মানুষ কিভাবে আরেক জন মানুষকে গরম খুন্তির ছ্যাঁকা দিতে পারে ? নারী যখন নারীর উপর এভাবে অমানুষিক নির্যাতন চালায়, তখন বুঝতে হবে পুরুষতান্ত্রিক নির্যাতনের চিন্তাভাবনা নারীর মনের কত গভীরে প্রোথিত হয়ে আছে। আসলে, মানুষকে মানুষ বলে বিবেচনা না করলে তার উপর নির্যাতন করাটা স্বাভাবিক মনে হয়।

গৃহকর্মীদের খুন্তির ছ্যাঁকা দিয়ে প্রায়ই গৃহকর্ত্রীরা পত্রিকার শিরোনাম হয়ে প্রমাণ করেন, গরীব অসহায়কে কেউ ছাড়ে না। আমাদের সমাজ ব্যবস্থা এমনভাবে পঁচেছে যে, এমনকি নারীও নারীকে ছেড়ে কথা বলে না। আমাদের সভ্য হতে এখনও অনেক দিন বাকি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।