আমাদের কথা খুঁজে নিন

   

মা'র মুখে শোনা ছড়া

আবজাব বিষয়বস্তুর ব্লগ এটি। ভালো কিছু খুঁজে সময় নষ্ট করবেন না।

ছোটবেলায় মা’র মুখে শোনা ছড়া। সুর করে গানের মতো করে বলে বলে ঘুম পাড়াত, খুব ভালো লাগত। অনেক দিন পর ছড়াটা চোখের সামনে পড়ল।

তাই ব্লগারদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। বৈশাখ মাসে পুষেছিনু একটি শালিক ছানা, জ্যৈষ্ঠ মাসে উঠল তাহার ছোট্ট দু’টি ডানা। আষাঢ় মাসে বাড়ল ক্রমে গায়ের পালকগুলি, শ্রাবণ মাসে ফুটল মুখে দুই চারিটি বুলি। ভাদ্র মাসে ঘুঙুর কিনে দিলাম তাহার পায়, আশ্বিন মাসে নাইয়ে দিলাম হলুদ দিয়ে গায়। কার্তিক মাসে শিখল পাখি দাঁড়ের পরে দোলা, অগ্রহায়ণ মাসে এক্কেবারে হল সে হরবোলা।

পৌষ মাসে থাকত খোলা খাচার দু’টি দ্বার, মাঘ মাসে খেলতে যেত যথা ইচ্ছা তার। ফাল্গুন মাসে দুষ্ট বুদ্ধি জাগল তাহার মনে, চৈত্র মাসে ফুড়ৎ করে উড়ে গেল বনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।