আমাদের কথা খুঁজে নিন

   

ওরা জড়তায় বিশ্বাসী

মৃত্যু বলে কিছু নেই..তুমি যাকে মরণ বল..সে শুধু মারবে তোমাকেই..

কালের পলি জমা হতে হতে নিত্য নতুন শিল্পীর আঙুল পরশে রোদে-আগুনে-বৃষ্টিতে স্থিত হতে হতে অনুরণিত হয় মগজের কোনায় কোনায়। অবচেতনের নিদ্রিত অনুভূতি ভূত-ভবিষ্যত ঘুরে বর্তমানে জীবন্ত হয়ে যায় অক্ষরে-শব্দে। আমার এ অক্ষর বিবর্তিত হয়ে এসেছে আমার প্রতিটি শব্দ বিবর্তিত হয়ে যাচ্ছে চেতনে-অবচেতনে,ক্রিয়া প্রতিক্রিয়া ও মিথস্ক্রিয়ায়। বিবর্তিত হওয়া মানেই বেঁচে থাকা, বিবর্তিত হওয়া মানেই প্রসারণশীল মহাবিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত দৌড়ে যাওয়া-অসীমতক। অথচ ওরা জড়তায় বিশ্বাসী স্থিতিই ওদের সর্বশেষ সীমা নিথরের অদৃশ্য গতিকে দেখে না ওরা ওরা হত্যা করে যায় অযুত নিযুত ভ্রুণকে। শব্দ-ছন্দ-পদ্য বিরোধী ওরা দাসযুগ থেকে আজ পর্যন্ত মারণাস্ত্র সাজিয়ে আছে বসে; অনুভূতিকে ভোঁতা করে দিয়ে আমার শব্দ ও অক্ষরকে পঙ্গু করে দিতে চিরতরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.