আমাদের কথা খুঁজে নিন

   

IDM তথা Internet Download Manager এ Link Replacing টেকনিক ব্যবহার করে Resume করুন অধিকাংশ Download

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
আমরা যারা বাংলাদেশে থেকে ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করার কথা চিন্তা করি প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো ডাউনলোডটা Resume হবে তো? এবং চিন্তাটা মাথায় আসাটা খুবই স্বাভাবিক, কেননা আমরা এমন একটা দেশে বাস করি যেখানে একটু পর পর বিদ্যুৎ চলে যায়, নেটের লাইন চলে যায়........আর তার ওপর পিসির সমস্যা কারনে রিস্টার্টের ভয়তো আছেই! স্লো ইন্টারনেট কানেকশনের কারনে ৫০ মেগার উপরে ফাইল দেখলেও আমাদের কাঁপাকাঁপি অবস্থা। আর তাই আমরা ভরসা করি আমাদের ডাউনলোড ম্যানেজারগুলোর ওপর যারা আমাদেরকে দেয় ডাউনলোডগুলো বন্ধ করে আবার রিজিউম করার সুবিধা। কিন্তু এ ধরনের Resume কাজে লাগে শুধূমাত্র সেসব ফাইলের জন্য যেগুলো কোন Direct Link থেকে নামানো হচ্ছে বা এমন কোন লিংক থেকে যে লিংকটার কোন পরিবর্তন হচ্ছে না। এখন সমস্যা হলো ইন্টারনেট দুনিয়াটা বড়ই খারাপ। সবাই খালি পয়সার চিন্তা করে।

ফাইল শেয়ারিং সাইটগুলোর কথাই ধরুন না - Rapidshare, Megaupload, Mediafire প্রভৃতি........এরা সবাই ব্যবসা করছে। এরা মানুষকে সহজে কোন ফাইল শেয়ারের ব্যবস্থা করে তো দিয়েছে কিন্তু ডাু্নলোড করার পথে হাজারো কাঁটা বিছিয়ে রেখেছে। এদের বেশিরভাগই রিজিউম সাপোর্ট করে না। আর কেউ যদি বা করেও তাহলে তা একটি নির্ধিষ্ট সয়কালের জন্য যারা আয়ুষ্কাল বেশিরভাগ ক্ষেত্রেই ২-৩ ঘন্টা। এই নির্দিষ্ট আয়ুষ্কালের পরে আপনি যে লিংকটি দিয়ে ডাউনলোড শুরু করেছিলেন সেটি ফুরিয়ে যাবে ও আপনার ডাউনলোড থেমে যাবে।

থ্যাংকফুলি, আমাদের ডাউনলোড ম্যানেজারগুলো পিছিয়ে নেই। তারা যখন দেখলো ব্যাপারটা এমনই তাহলে কেননা আমারা আমাদের ইউজারদেরকে "পুরনো লিংকটা সরিয়ে, নতুন লিংকটা বসিয়ে" থেমে থাকা ডাউনেলাডটা পুনরজ্জীবিত করার সুযোগ করে দেই ঠিক সেখান থেকেই যেখানে ডাউনলোডটা থেমেছিলো। এই টেকনিকটির নামই হচ্ছে Link Replacing........ প্রথমেই বলে রাখা ভালো এই টেকনিকটি প্রায় সব সাইটে কাজ করেলও কিছু কিছু সাইট যেমন: Rapidshare এ কাজ করবে না (এই ব্যাটা সারাজীবন 'র‌্যাপিডষাঁড়ই' থেকে যাবে)। আমি পদ্ধতিটি দু'ভাবে বর্ণনা করছি - যারা IDM এর ৫.১৭ এর পূর্ববর্তী কোন ভার্শন ব্যবহার করছেন: ১. IDM খুলে ডাউনলোড লিস্ট থেকে থেমে থাকা ডাউনেলাডে Right Click করুন এবং Properties এ যান। ২. এবারে Address নামের ঘরটি খেয়াল করুন।

এখানে আপনার "নিষ্ক্রিয় লিংকটি" আছে। আর নিচে দেখুন Refferer নামে একটি ঘর আছে যেখানে লেখা আছে আপনার লিংকটি কোন পেইজ থেকে নেয়া হয়েছিলো, আরেক কথায় বলতে গেলে কোন পেইজ থেকে ডাউনলোডটি শুরু হয়েছিলো - ৩. এবারে Refferer এর ঘরে লেখা এ্যাড্রেসটি আপনার ব্রাউজারে কপি-পেস্ট করুন ও সেই পেইজে আবারো যান। ডাউনেলাড শুরু করার প্রক্রিয়াগুলো সম্পন্ন করুন। এখানে এসে আবার পদ্ধতিটি ২ রকম হতে পারে - ক. কিছু কিছু সাইট ডাউনলোড শুরুর আগে ডাইরেক্ট লিংকটি দেখায় ও কপি করতে দেয়। যেমন: মিডিয়াফায়ার।

সেক্ষেত্রে, রাইট ক্লিক করে লিংকটি কপি করুন এভাবে - এবারে সেটা এনে IDM এর Address ঘরে পুণরায় বসিয়ে দিন এবং OK দিন, ডাউনলোড আবার শুরু হবে। খ. কিছু কিছু সাইট ডাউনলোড শুরুর আগে ডাইরেক্ট লিংকটি দেখায় না। সেক্ষেত্রে ডাউনলোডটি আবার শুরু দিতে হবে আপনাকে এবং তারপর ডাউনলোডটি থামিয়ে সেটার Addressটা কপি করে এনে আগের থেমে থাকা ডাউনেলাডটির Address ঘরে পেস্ট করতে হবে এবং OK দিতে হবে। ডাউনলোড পুণরায় শুরু হবে। যারা IDM ৫.১৭, ৫.১৮ বা এর পরে কোনটা বের হলে সেটা ব্যবহার করবেন: আপনাদের এতো কষ্ট না করলেও চলবে।

IDM এর ৫.১৭ সংস্করণ থেকে 'Refresh Downlaod Address' নামে একটি নতুন ফিচার যোগ করা হয়েছে যা আসলে Link Replacing এরই নামান্তর। এটি ব্যবহার করতে IDM এর ডাউনলোড লিস্ট থেকে থেমে থাকা ডাউনলোডটির উপর Right Click করে Refresh Downlaod Address এ ক্লিক করুন - IDM আপনার ব্রাউজার খুলে সয়ংক্রিয়ভাবে যেই পেইজ থেকে থেকে ডাউনলোডটি শুরু হয়েছিলো সেই পেইজে নিয়ে যাবে এবং পুণরায় ডাউনলোড শুরু করলে লিংকটি অটোম্যাটিক্যালি ধরে ফেলবে! সবশেষে Internet Downlaod Manager এর সর্বশেস সংস্করণ 5.18 Build 3 এর লিংকটা দিয়ে দিলাম: http://www.mediafire.com/?nyq3w0nnym4 * বিঃ দ্রঃ Link Replacing টেকনিক ব্যবহার করে চাইলে এক সাইট থেকে শুরু করা ডাউনলোড অন্য সাইটের লিংক ব্যবহার করে Resume করা সম্ভব। যেমন: কোন ডাউনলোড Mediafire থেকে শুরু করেছিলেন কিন্তু কপিরাইটজনিত কারনে ফাইলটি Mediafire কর্তৃপক্ষ মুছে দিয়েছেন, আপনার ডাউনলোডও গিয়েছে থেমে........এখন আপনি Megaupload এ বা অন্য কোন সাইটে সেই একই ফাইলটি পেয়ে গেলেন.........আপনি চাইলে খুব সহজেই Megaupload থেকে Address কপি করে এনে আগের লিংকটির স্থলে বসিয়ে যতোটুক ডাউনলোড হয়েছিলো তার পর থেকে শুরু করতে পারেন। তবে এক্ষত্রে শর্ত হলো দু'টো ফাইলই একই হতে হবে। * Link Replacing টেকনিক IDM ছাড়াও অন্যান্য অনেক ডাউনলোড ম্যানেজারে সমানভাবে কাজ করবে।

* আমার আগের দাতা হাতেম তাই ~ ‍‍তথা ~ লিংকদাতা পোস্টে যাদের ডাউনলোড Resume হওয়া নিয়ে অভিযোগ ছিলো আশা করি তারা তাদের প্রশ্নের উত্তর তারা পেয়েছেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।