আমাদের কথা খুঁজে নিন

   

আমরা গবির্ত যে আমাদের দেশেও একজন সিরিয়াল কিলার পাওয়া গেছে...



দেশে নতুন একটা গ্যাসক্ষেত্র অথবা আকাশে নতুন কোন নক্ষত্র আবিষ্কার হলে যেমন অনুভূতি হয়, সিরিয়াল কিলার হিসেবে রসুকে পেয়ে আমার এমন অনুভূতি হচ্ছে। এইডা এমন একটা বস্তু যা আগে পশ্চিমে ছিল। এখন আমাদের ও হল! আমাদের জন্য এটা একটা অপার সম্ভাবনা। আমরা এখন সিরিয়াল কিলার বাইরে রপ্তানি করতে পারব বলে আশাকরছি। এটাকে নাটক/সিনেমা এবং বিকৃত বিনোদনের কাঁচামাল হিসেবে তারা ব্যবহার করতে পারবে।

আমাদের দেশের নাটক নিমার্তারাও ভাল একটা প্লট পেল। অনেকদিন সস্তা প্রেম/মোবাইল/ফেসবুক/ম. করিম এইসব খাচ্ছি। আর ভাল্লেগেনা এসব। নতুন কিছু দরকার। আনকোরা।

আদিম। এক্সোটিক। রোমাঞ্চকর। হরর। ইরোটিক।

আবার ভয় ও হচ্ছে গ্যাসের মতো এই সম্পদ ছিনিয়ে নিতে যদি সবাই আসে ঝাঁকে ঝাঁকে । যেমন এসেছে আগেও পূঁজিবাদ, কপোর্রেট-মাল্টিন্যাশনাল বেনিয়ারা। এসেছে ভালই হয়েছে। আমরা তো করে খাচ্ছি। মিডিয়াও কিছু পেল করে খাওয়ার মতো।

আমরা পেলাম অস্থির/একঘেয়েমি/যানজট/কপোরের্ট ক্লান্তি থেকে মুক্তির জন্য আরো বিকৃত কোনকিছু। একেবারে ভিন্ন স্বাদের। স্বাদে দুর্গন্ধে অতুলনীয়। আনকোরা। আদিম।

এক্সোটিক। রোমাঞ্চকর। হরর। ইরোটিক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।