আমাদের কথা খুঁজে নিন

   

বছরের সবচেয়ে খারাপ দিন গত করলাম.............. একটি দোয়া চাই পুষ্ট

আমি রাজাকারদের ঘৃণা করি,ইতিহাস বিকৃ্তকারিদের আরো বেশী ঘৃণা করি,স্বৈরাচারতন্ত্র মানি না,তারচেয়ে বেশী ঘৃণা করি যারা ক্ষমতার লোভে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের দালালি করে...... তবুও স্বপ্ন দেখি,আশা করি আমার বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। তবে দিন
সকাল ৯টায় পরীক্ষা ছিল তাই পড়া শেষ করে খুশি মনে ৫টায় এলার্ম দিয়ে রাত ১টায় ঘুমাতে গেলাম। প্রিপারেশন ভালো। তাই ঘুমও এলো বেশ জোরেশোরে। এতো জোরে এলো যে ঘুম থেকে উঠে দেখি ৬-২৯ বাজে।

লাফ দিয়ে উঠে ১০ মিনিটের মধ্যে বাসা থেকে বের হলাম। প্রতিদিনই রিকশা পাওয়া যায় তবু কোনো এক রহস্যময় কারণে রাস্তায় একটা রিকশাও পেলাম না। হেটে হেটে ৬-৫৫তে সাভার বাসষ্ট্যান্ড থেকে উঠলাম বাসে। যাক,এখন বাসে বসে একটু খাতা পত্রে চোখ বোলানো যাবে ভেবে একটু স্বস্তি পেলাম। ১৫মিনিট পর হঠাত হার্ডব্রেক আর কাচ ভাঙ্গার আওয়াজ।

দেখি, এক ট্রাকের সাথে ধাক্কা লেগে বাসের সামনের উইন্ডশীল্ড ভেঙ্গে চুরমার। ড্রাইভারকে ঝারতে ঝারতে সাথে কিঞ্চিত গজর গজর করতে করতে উঠলাম আরেকটা বাসে। প্রথমে সিট না পেলেও ২০ মিনিট পর সিট পেলাম। এরপর ঢাকা শহরের গাবতলী,কল্যানপুর,শ্যামলীর বিখ্যাত যানজট পেরিয়ে যেই মাত্র আসাদগেট পৌছেছি অমনি গাড়ীর ইঞ্জিন খুকখুকখুকখুক। এর মধ্যে ঘড়ির কাটা প্রায় ৮ টা ছুই-ছুই।

নেমে তাড়াতাড়ি নিলাম একটা রিকশা। ক্যাম্পাসে পৌছে দেখি ৮-২৫। ৯-০০টায় যথারীতি পরীক্ষা শুরু হলো। কিন্তু একি!!!!!!! সারা জীবন আমি যা পড়ি নাই পরীক্ষায় তা কখোনো আসে নাই, আর আজ দেখি যা পড়ি নাই বেছে বেছে তাই আসছে। যাক তবু দিলাম পরীক্ষা।

এবার বাসায় ফেরার পালা। কোনো ঝামেলা ছাড়াই আল্লাহর রহমতে বাসায় পৌছলাম। এসে দেখি বিদ্যুত বাবাজী নাই। রাতের বেলা শাহরুখ খানের সিনেমা দেখছি(আসলে সিনেমার নায়িকাকে) হঠাত খেয়াল করলাম হাতে থাকা টিভি কার্ডের রিমোটখানা মাত্র পটল তুলেছে। তারপর থেকে চুপচাপ বসে আছি যেনো আর কিছু না হয় আর ভাবছি সকালে কার মুখ দেখে দিন শুরু করেছিলাম।

এখন মনে পড়ল বাথরুমে গিয়ে আয়নায় নিজের চন্দ্রবদন দেখিয়াই আজ দিন শুরু করিয়াছিলাম। আজকের দিনটা ২০০৯সালের সবচেয়ে খারাপ দিন। ব্লগবাসী আমার জন্য একটু দোয়া কইরেন এমন দিন যেনো আর না আসে। আজ আমি বড়ই পেরেশানিত।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.