আমাদের কথা খুঁজে নিন

   

চিন্তাশিল বাঙালি হই, হুজুগে বাঙালি না..

দেশের কয়েকদিনের পরিস্থিতি দেখে খুব শঙ্কিত হলাম... বাংলাদেশে আসলে কি হচ্ছে?????-(নিরপেক্ষ ভাবে) ১-- থাবা বাবা নিহত... প্রথম আলোর হেড লাইন এ লিখল তার বাবা ও স্থানীয় জনগন বলছে এইটা জামাত শিবিরের কাজ...( না দেখেই বলে দিলো??? আর যদি খুন করা দেখেই থাকিস তাহলে ধরে আচ্ছামত দিলি না কেন??? নাকি চোর পালালে বুদ্ধি বাড়ে?? ) ২--জীবনে নামাজ নাই ... দুই জুম্মাও মিস দিয়ে ৭০% অগ্রগতি (কাফেরের খাতায় নাম লেখাতে)- আসলে নামাজ না পরাই কাফেরের লক্ষন... তাদের ধর্মীয় চেতনা উথলে উঠলো এই হত্যাকাণ্ডে... তারা নাকি নাস্তিকের জানাজা পড়াবে ( হাজার জানাজা পরায়েও লাভ নেই... সে যে নিশ্চিত বাশ খাচ্ছে কোন সন্দেহ নেই) ৩-- আযানের সময়ও বিপ্লবি স্লোগান, গান থামে না... আমরা ধর্মপ্রাণ মুসলিম?? আমরা মনে করলাম চলুক (আমাদের অন্তরে তো ইমান সদা মোমবাতির মত জ্বলছেই)... তারাই আবার ৩ মিনিট নিরবতা পালন করে... আমরা মুসলিম আমরা দোয়া করবো, আল্লাহু আকবর স্লোগান দিবো... কিন্তু বিধর্মীদের কালচার কেন অনুসরণ করবো??? আমাদের কি স্বকীয়তা নেই??? ৪-- আজকে দেখলাম ইন্ডিয়ান ছাত্র সংগঠন একাত্ততা ঘোষণা করছে... ভালো... ব্লগে কারা নেত্রিত্ত দিচ্ছে তাদের কাহিনী, তাদের কুৎসিত নাস্তিকতা দেখাতে লেখা ছাপানো হয়েছিল... এটা নাকি হত্যাকাণ্ডের উৎসাহদাতা ... অথচ নিজেরা যখন জবাই করার স্লোগান দেয় তখন তা দেশপ্রেম... ছোট বাচ্চারাও শিখছে ঐ যে দাড়ি টুপি ওয়ালা লোককে কুকুরের মাথায় দেখা যাচ্ছে ও রাজাকার বা তাদের সমর্থক ... তাই তাদের জবাই করা জায়েজ... তারা তো মানুষ না... ছাগু... ছাগু জবাই করে খাওয়াই যায়???? ওরা বলে সে যাই লেখুক সবার মত প্রকাশের অধিকার আছে... তাহলে ব্লগেরও এই অধিকার আছে... আজকে দেখলাম সোনার বাংলা ব্লগ হ্যাকড... ৫-- প্রথম থেকেই ধারণা করা হচ্ছিলো দেশপ্রেমিক মানুষদের উৎসাহ দিয়ে পিছনে রাজনৈতিক বিশাল ষড়যন্ত্র... এখন সব ক্লিয়ার... (জামাত শেষ, বি এন পি ও শেষ, আসল ফায়দা আওয়ামীলীগের... সে জন্যেই দুধ, কলা খাওয়ানো হচ্ছে... ) ৬-- লাকি কে ভরা জনতার সামনে মারা হল... কত বড় ঘটনা??? কিন্তু সেখানেও কেউ টু শব্দ করলো না, আবার মিডিয়াতেও তেমন কিছুই আসলো না... কত বড় ধামাচাপা... ৭--দেশের যে সব প্রতিষ্ঠান অর্থনীতির জন্য লাভবান তাদের বন্ধ করতে হবে??? কারন তারা জামাতের... মানলাম... কিন্তু আগে নতুন ইসলামী ব্যাংক তৈরি করে দেখান... (কি আপনার ইসলামী অর্থনীতি সম্পর্কে জানা নাই??... এত জ্ঞানী আপনারা... ইসলামী ব্যাংকের বিকল্প তৈরি করেন... ) আমি নিশ্চিত হাজার মানুষ সাধুবাদ জানাবে যদি করতে পারেন... কিন্তু এত সহজে পারবেন না, এটা ইসলামের গভীর জ্ঞানের ফসল... (নাহয় স্লোগান তুলতে পারেন- সুদ, ঘুস খাবো তবু ইসলামী ব্যাংক বন্ধ করে ছাড়বো ইনশা আল্লাহ!!!) ৮-- যারা খুনি রাজাকার তাদের অবশ্যই বিচার হতে হবে... কারন কোন খুনি, ধর্ষক বহাল তবিয়তে আপনাকে আমাকে ধোঁকা দিয়ে যাবে তা হতে পারে না... এতবড় বিচার এর প্রতিটা কথা রেকর্ড করার দরকার ছিল... ৮০% মানুষ ট্রাইব্যুনাল না জেনেই দেশপ্রেমের খাতিরে আন্দোলনে শরিক হয়েছেন... কিন্তু মনে রাখি আমি না জেনে আন্দোলন করায় কোন নিরপরাধ ব্যাক্তির ফাসি হয় তাহলে সেই মজলুমের বদ দোয়া আমার উপরেও বর্তাবে...( আমার সবচেয়ে বড় সন্দেহ-সাইদির মামলা নিয়ে... তিনি ৭১ এ কোন লিডার ও ছিলেন না...) ৯-- যারা এই বিচার কাজের বিরোধিতা করছে তাদের চিন্তা চেতনা ক্লিয়ার করেন... কিন্তু তাদের জবাই করবেন??? কোন কথা হল?? ১৪ জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন তাদের জন্য কেউ কথা বলল না ?? আশ্চর্য দেশ... আমাদের সাথে হানাদার বাহিনির পার্থক্য থাকলো কোথায়??? ১০-- এর আড়ালে বামরা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাইছে... আমরা কি মুসলিম , আমাদের চিন্তা চেতনা নেই??? ১১-- আমি ভয় পাচ্ছি আরও কোন বড় ষড়যন্ত্রের বলি যেন না হয় শাহবাগের মানুষজন... রাজনীতি বিশাল ভয়ঙ্কর... নিজের স্বার্থ দেখতে আপনার চরম ক্ষতি করতেও কেউ পিছ পা হবে না... এই চরম পরিস্থিতিতে আপনার আমার চোখ কান খোলা রাখা খুবই দরকার... আমরা চিন্তাশিল বাঙালি হবো কোন হুজূগে বাঙালি না... আমরা ভালো কাজের জন্য আন্দোলন করবো কিন্তু লক্ষ্য রাখব আমার মূল পরিচয় যেন বিকিয়ে না বসি... আমাদের উছিলায় কেউ যেন রাজনৈতিক ফায়দা না হাসিল করে... হত্যাকারী খুনিদের ফাসি চাই এটা আমার মুসলমানিত্তের দাবি, কিন্তু বাংলার আর একজন সাধারণ মানুষও যেন মারা না যায়... জাতিকে বিভক্ত না করে একসাথে হওয়ার এখনই সময়... আর সব কিছুর আগে আল্লাহ্‌র সাহায্য চাই... তিনি উত্তম পরিকল্পনাকারী...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.