আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিশিষ্ট সিনিয়র সুধী (?) ফকিরে ইলিয়াস ভাই আর আমাদের দেশ নেত্রী হাসিনা- কাল থেকে আমাকে ব্যান করা হইবে এইটা শিওর!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

এই ব্লগে গেজাইতে কেন জানি ভালো লাগে! নেশা করার কোনো বস্তু নয় এটি তবুও নেশার মতোই লাগিয়া আছে। খুটি নাটি বিষয় গুলো চোখে পড়ে মাঝে মাঝে এন্টেনার নীচ দিয়া কারেন্ট জালে ধইরা হালাই মাঝে মাঝে উপর দিয়া গেলাম চেঙ্গা মারবার পারি না! আমাদের বুলগের বিশিষ্ট প্রবাসী বুদ্ধিজীবি (?) ব্লগার ফকিরে ইলিয়াস ভাইয়ের ব্লগ নিয়া দুইটা কথা কইবার চাই! ১) উনি ভালো লেখেন (?) ২) উনার সকল পোস্ট আমাদের ক্ষমতাশীল দল আ.লীগ কেন্দ্রিক! ৩) যদিও ব্লগে কখনোই দেখা যায় না জামাতীদের পোস্টে উনাকে কোনো প্রতিবাদ করতে! ৪) তবে উনি ক্ষমতার কাছাকাছি লোকদের সাথে খুবই পছন্দ করেন। ৫) একবার ক্ষমতায় থাকা এক মন্ত্রীর ভাইয়ের একখানা বড় চাকরীকে কুক্ষিগত করার প্রতিবাদে আমাকে উনি বুলগ করিয়াছেন, তবুও উনি ভালো লেখেন! ৬) উনার সকল লেখায় আমি মাইনাস দেই সবার আগে! আসলে আমাদের দেশটি বড়ই সুন্দর। প্রতি ৫ বছর আমরা কিছু চোরকে দায়িত্ব দেই এই ভেবে যে হয় তারা দেশের উন্নয়ন করবে অথবা তারা যাখন চুরি করবে তখন আমাদেরকেও ভাগ দেবে! তারা প্রথম কাজটি কখনো করেছে বলে মনে হয় না তবে দ্বিতীয় কাজটা সবাইকে নিয়ে না করলেও কিছু কিছু লোকদের নিয়ে ঠিকই করেছে! আমি ভাই কিছু কিছু লোকদের কবলে কখনোই ছিলাম যদিও আমি রাজনীতি করছি দুইদলের পক্ষ হইয়াই মাগার ফলাফল আমার আন্ডা।

কিন্তু তারপরও আমার চোরদের পছন্দ হয় না। মনে হয় আমি ভাগ পাই নাই! চুরি করতে সাহায্য করলাম মাগার চুরির ভাগা পাইলাম না: কন তো ভাই কেমুন লাগে? কিছু কিছু মানুষ আসলেই এই সব মহান নেত্রীদের ভালোবাসেন আর ভালোবাসেন তাদের পরিবার তন্ত্রকে। তারা আবার গনতন্ত্রের কথাও বলেন। চামচামীর মাত্রা একবার মনে পড়ে আব্দুল গাফফারকে জুতানোর জন্য সবাই তেতে ছিলো এই কারনে যে সে এমুন কিছু চামচামী আর্টিকেল লিখতো সবাই কইতো, এই ভুম্বল কি লেখে ইংল্যান্ডে বইসা! দেশের কিছু না জাইনা হুদাই ফালায়! শুনেছিলাম অনেকদিন পর এবার নাকি হাসিনা আপা রাগ ভেঙ্গেছিলেন নির্বাচনের আগে, সেটা এ কারনেই যে উনি এখন বেশ ঠান্ডা! মুরুব্বী মানুষ সম্মান করতে হয় বলেই করেন! আসলে ভাই, আমাগো ব্লগের ফকিরে ভাইও সেই উপর ওয়ালাদের খুব কাছের জায়গার লোক অথবা ঐ লাইনেরই, অতএব এই পাচ বছর তার ক্ষমতা যে অনলাইনে ছড়াইবো সেইটা নিয়াও সন্দেহ নাই। আসেন ভাই আমরা দুর্নীতি করি, না পারলে সাহায্য করি নাইলে চুপচাপ থাকি।

প্রতিবাদ যদি করতে যাই তাইলে ভাই ব্যান হই অথবা সেই ভদ্র প্রতিবাদের রাস্তাটাও বন্ধ করে আমাদের চিন্তাকে রুদ্ধ করি! এই সব মহান মানুষরা আমার দেশকে নিজেদের সম্পত্তি বলে চালিয়ে নিক, আইসো বলি ছুম্মা আমিন! আমারেও ব্যান করা হোউক সেইজন্য সবাই আপত্তিজনক পোস্টেও একটা চিপা মারেন! আর ভালো লাগে না এই সব নগ্ন চামচামী দেখতে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.