আমাদের কথা খুঁজে নিন

   

বিশিষ্ট ভাল লোক

বিশেষ্যর আগে বিশেষণ যুক্তকরণ আমাদের এখন অভ্যাসগত সত্যে পরিণত হয়েছ । আপনি নগর বলুন আর গঞ্জ বলুন অথবা দেশ - বিদেশ আর মহাদেশ সব শ্রেনী -পেশা এবং ধর্ম -দর্শন । সব কাল হোক অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ। মানুষ তার পেশা গত অবস্থান জানান দিতে চায় । যেমন ধরুন নাসিম একটা নাম (বিশেষ্য) তার পেশা ব্যাবসা ।

উক্ত ভদ্রলোক যখন কোন সভা - সমাবেশে মহামান্য অতিথির আসন অলংকৃত করবেন নিশ্চয় উপস্থাপক কর্তা তার নামের আগে বলবেন বিশিষ্ট ব্যাবসায়ি নাসিম । এভাবে যদি একজন চিকিত্সক, আলেম , শিক্ষক , চাকরিজীবী , ইঞ্জিনিয়ার , পুলিশ , মন্ত্রী , সচিব ইত্যাদি একই ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে সবার নামের আগে বিশেষণ যুক্তকরণ অত্যাবশ্যক । এক্ষেত্রে রাজনীতিবিদদের আবার আলাদা ব্যাপার থাকে অনেক সময় বর্তমান বিশেষণ আর সাবেক বিশেষণও যোগ করতে হয় । সাবেক মন্ত্রী ,এম পি একথা না বললে আবার বেচারা রেগে যায় । আলেমদের ব্যাপারও আবার একটু ভিন্ন ।

এটা নিয়ে আমার একটা মজার কাহিনী আছে চট্টগ্রামে থাকার সময় একদিন অক্সিজেন থেকে টেকনিক্যাল যাচ্ছিলাম আমি যখন বাসে উঠছি ঠিক তখন সিএন জি যোগে একটি মিলাদের প্রচারণা চালানো হচ্ছিল লাইন গুলো ছিল এরকম "উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন পীরে মোকাম্মেল মুর্শিদে বরহক রহনুমায়ে শরিয়ত দ্বীনে মিল্লাত শাহেনশাহ ... মাদ্দাজিলহুল আলী (রহঃ) "এই বিশেষণ গুলো শুনতে শুনতে আমি বায়োজিদ পর্যন্ত চলে গেলাম তখনো উনার আসল নামটা কি শুনতে পারলাম না । আমি ঐসব উর্দু শব্দের অর্থ কি জানিনা তবে আমি নিশ্চিত এগুলো একেকটা শব্দের কাজ এবং বৈশিষ্ট্য একেক ধরণের । আমি একটু চিন্তা করে দেখলাম আল্লাহ্‌ তালা মানুষকে দুনিয়াতে পাঠানোর পর মানুষ হিসাবে তার যে দায়িত্ব ছিল তা কতটুকু পালন করতে পেরেছেন তার হিসাব দিতে অবস্থা খারাপ হয়ে যাবে আর এই লোক এত গুলো বিশেষণের কি জবাব দিবে । আবার নেতিবাচক বিশেষণ গুলো কিন্তু যুক্ত হয়না যেমন বিশিষ্ট অসৎ , বিশিষ্ট ডাকাত , বিশিষ্ট চোর , সাবেক লম্পট একসময়ের নামকরা লুইচ্ছা , সাবেক প্রেমিক পুরুষ - মহিলা ইত্যাদি । এই বিশেষণ গুলো কিন্তু মানুষের সাথে নিবিড়ভাবে জড়িত।

একজন মানুষ চিকিত্সক , ইঞ্জিনিয়ার অথবা রাজনীতিবিদ হওয়ার পরও কিন্তু চোর , ডাকাত , এবং অসৎ হতে পারে কিন্তু আমরা তাদেরকে সেই বিশেষণ দিয়ে পরিচিতি করিয়ে দি না । কাজেই বিশেষণ গুলো হয় মানুষের রক্ষা কবচ নতুবা ভণ্ডামি । একন বিশিষ্ট চিকিত্সক অথবা লেখক হওয়া অনেক সহজ কিন্তু একজন বিশিষ্ট ভাল লোক হওয়া অনেক কঠিন। একজন মানুষের মানুষ হিসাবে অন্যসব সৃষ্টি এবং স্রষ্টার প্রতি যে দায়িত্ব আছে তা পালন করতে পারলে একজন বিশিষ্ট ভাল লোক পাওয়া যাবে । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.