আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভগিনীরা : সীতা আর গীতা

হাসতা লা ভিসতা, অপূর্ব!

তোমরা আর সামুজ সম্পদের জন্যে লড়াই করিও না। এক জন থামে তো অপর জন শুরু হয়। তোমাদের দেখিয়া বঙ্গদেশের দুই ওয়ান্ডারওম্যানের কথা মনে পড়িয়া যায়। আমি কথা দিচ্ছি তোমরা দুজনাই যাইতে যথা শীঘ্র সুপার হিট মুকাবলায় চান্স পাও তার জন্যে কোনো চেষ্টার কসুর করিবো না। স্নেহের সীতা, প্রবাস-জীবন অত্যন্ত কষ্টসঙ্কুল।

নিজের স্বাস্থ্য-মস্তিষ্কাদির খেয়াল রাখিতে ও প্রত্যহ একটি করিয়া ক্লোবাজম খাইতে ভুলিও না কিন্তু। খাওয়ার পরে মনে করিয়া দাঁত মাজিবে। যত দূর শুনিয়াছি টিউলিপ উৎসবে ফোগলাদের ঢুকিতে দেয় না। "এস"-এর সাথে সেখানে ফুল খেলিতে যাইতে না পারিলে আবার তোমার খুব খুব মন খারাপ হইবে। অসহনীয় মাথাব্যথা ভুলিতে তখন তুমি সবার চোখ এড়াইয়া নুকিয়ে নুকিয়ে ভাউয়া ব্যাঙের হাইডেফিনিশন-মাচুদিচু দেখিতে বসিবে ইউটিউবে।

আর্জেন্টাইন লেক ডাক কি করিয়া টয়োটা চালায় জাতীয় প্রশ্ন রাখিয়া, মৌবনমালার মামাদের মাথা যে একেবারে খাইয়া ফেলাইবে কাঁচা সুশির ইশ্টাইলে, সে বিষয়ে আমি শিওর - নো দুষ্টুমি! সদরুল মামুর রামগাঁট্টা আর লক্ষণচিমটির কথা মনে আছে নিশ্চয়ই - আর সীতেরদ্দা? মনে পড়ে তোমার বিটলেমির জ্বালায় অতিষ্ঠ হইয়া মামু তোমাকে এক বার কাবার্ডে তালা মারিয়া রাখিয়া দিয়েছিলেন সারাটা দিন? তোমার কালো ব্যাগটার সাইড পকেটে ছোটো ছোটো চিরকুটে নাটকের স্ক্রিপ্ট লিখিয়া গুঁজিয়া রাখিবার বদ অভ্যাসটা কি এখনো আছে? যখন তখন সেগুলো বের করিয়া বেশ একটা ভাব মারিবার চেষ্টা করিতে আর সকলের বকা খাইয়া কান্না করিয়া দিতে। আর কিতাবের বাতিকটা? ইশকুলে পড়িবার সময় তো একেবারে বইয়ের পোকা ছিলে। আরব্য রজনীতে বোগদাদী হাকিমের গপ্পো পড়িয়া এত্তো ইনফ্যাচুয়েটেড হইয়া ছিলে যে তার নাম শুনিলেই সব হোমটাস্ক ফেলিয়া বিরহিনী রাইকিশোরীর ন্যায় ছুটিতে ছুটিতে খেলার মাঠটায় চলিয়া যাইতে। মনে আছে, বাচ্চা বচ্চনজির বড়ো হয়ে ইলাহাবাদে দুধ বেচার শিশুতোষ ইচ্ছার কিস্যাটা আমার মুখ থেকে শুনিয়া তুমি বলিয়া ছিলে, জানো তো ভাইয়া বড়ো হলে আমি না একটা ঘটকালির বুটিক খুলবো। তোমাকে ভীষণ ভীষণ মিস করি সিস, বোঝোই তো যে রিসেশন আইটি সেক্টরকে ভীষণভাবে হিট করিয়াছে, সো আমার ডিটিএইচের বুকে থেকে অনেকগুলি লোভনীয় প্যাকেজ বাদ দিতে হইয়াছে - জাস্ট ফর লাফস শোটি এখন আর এনজয় করিতে পারি না।

কে আমার সাথে চিড়িয়াখানায় যাইয়া জিজ্ঞেশ করিবে বান্দরের শরীর কেন শিল্পীত সুন্দর? আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি নাই। কারণ আমি একটা ইউনিভার্সিটি থেকে পাশ দিয়েছি। তো পরে তুমি নিজেই রিসার্চ করিয়া বের করিলে বাঁদরে কলা খায় বলিয়া। কলায় পটাশিয়াম আছে। সেই থেকে তুমিও কালিয়ামের, থুড়ি, কদলীর ফুল্লি সিরিয়াস পাঙখা হইয়া গেলে।

তোমার আমসূত্রের রহস্য আজো ফাঁস করিলে না। মাঝেসাঝে এক আধটা হিন্টু দিতেও তো পারো কি করিয়া অতি উত্তম আমপোড়া বানাইতে। তাহলে আজ এই পর্যন্তই? আদরের গীতা, তোমরা দুজনাই আমার আশীর্বাদ জানিও। অমুক ভাইয়ার সহিত বেড়ু বেড়ু করিতে প্রথা মানিয়া তোমরাও কি সুইজারল্যান্ড যাইতেছো চান্দামামাকে দেখিতে? বাট আমি ও আমার উনি, অর্থাৎ আমি ও তোমার ভাবী, আমরা স্থির করিয়াছি প্রথাকে ঘেঁচু দেখাইয়া মালদ্বীপ যাইবো - সেখানে বিশ্বের এক মাত্র আন্ডারওয়াটার রেঁস্ত্রটি খুলিয়াছে সম্প্রতি। প্রথাকে ঘেঁচু দেখাইয়া সংস্কৃতিকে লাশ হওয়ার হাত হইতে রক্ষা করিবো, আর বিমানবালিকা-পরিবেশিত প্রন ফ্রায়েড রাইস খাইয়া চুলকুনি হইলে? তখন জন্সন্স বাডস দিয়ে কান চুলকাইবো রে পাগলা! যাহা হউক, এখানে সব কুশলমঙ্গল।

ইতি দত্তদা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.