আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের অহিংসতা বনাম রাজাকারি সহিংসতা

প্রজন্ম চত্বরে জ্বলে উঠেছে প্রজন্মের শিখা..! আমি ভাই নিরীহ একজন মানুষ। দেশের বর্তমান ও সম্ভাব্য পরিস্থিতি নিয়ে খুব উদ্বেগের মধ্যে আছি। রাজনৈতিক দলগুলোর (নিকট) অতীত ও বর্তমান (সাম্প্রতিক) আচরণ/কর্মকাণ্ড দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। সঙ্গে যোগ হয়েছে প্রজন্ম চত্বর আন্দোলন। শুরু থেকেই আমি এই আন্দোলনের সমর্থক। শাহবাগের ডাকে সারা দেশের মানুষের 'জেগে ওঠা' দেখে আমি অভিভূত। তবে ইদানিং একটা কথা মাথায় ঘুরছে- রাজাকারি সহিংসতার বিপরীতে আমাদের এই অহিংসতা কতক্ষণ টেকসই হবে? এরমধ্যেই একজন ভিকটিম হয়েছে। তালিকায় নাকি আরো ১৭ জন আছে!! আমি কল্পনাও করতে পারছি না আগামী দু'-তিন মাসের মধ্যে সারাদেশের অবস্থা কী দাঁড়াতে পারে! শাহবাগের অহিংস আন্দোলনের প্রতি (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে) সহিংস আঁচড় দিয়ে কি পাল্টা সহিংসতার দিকেই আমাদেরকে উস্কে দেয়া হচ্ছে না? একটা পাগলা কুকুর আপনাকে কামড় দিলে আপনি কি তা দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকবেন যতক্ষণ নিজে থেকে কুকুরটা না ছাড়ে? নাকি মুগুরের গদাম দিয়ে আপনার পায়ের সঙ্গে কুকুরের সন্ধির আশু বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবেন? মনে হচ্ছে Do or Die এর সময় ঘনিয়ে এসেছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.